আইজিপি কাপ শুটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আরএমপি’র এডিসি নাসিদ

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৮:০৩
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বুধবার বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশন কতৃক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন। ছবি : বাসস

রাজশাহী, ৮ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ পুলিশের বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতা ও আইজিপি কাপ-২০২৪-এ পয়েন্ট ২২ বোর রাইফেল ওপেন সাইট ৫০ মিটার (পুরুষ) ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এডিসি নাসিদ ফরহাদ।

রাজধানীর গুলশানে গতকাল বুধবার বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করেন। ৫ থেকে ৭ মে পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ছয়টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা হয়। আজ আরএমপি’র মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিযোগিতায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি। এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের অংশগ্রহণকারী শ্যুটাররা উপস্থিত ছিলেন। আরএমপি’র পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসস পরিচালনা বোর্ড চেয়ারম্যানের শোক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আগামীকাল
কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা
ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আইনজীবীরা : অ্যাটর্নি জেনারেল
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের শোক 
বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ : মির্জা ফখরুল
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু
১০