চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযানে আড়াই কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৮:২৬
বৃহস্পতিবার চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। ছবি: বাসস

চট্টগ্রাম, ৮ মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে এ জমিতে বিভিন্ন পক্ষ অবৈধভাবে ১১টি দোকান নির্মাণ করে দখলে রেখেছিল। পরে প্রশাসনের নজরে এলে উচ্ছেদের উদ্যোগ নিয়ে পর্যাপ্ত সময় দিয়ে তাদের সরে যেতে নোটিশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (৮ মে) সকালে উপজেলার নাজিরহাট পৌরসভার ঝংকার মোড় সংলগ্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী।

তিনি জানিয়েছেন, নোটিশ অনুযায়ী উচ্ছেদ অভিযান চালাতে ঘটনাস্থল যাওয়ার আগেই প্রায় ৮০ শতাংশ স্থাপনা সরিয়ে নেন দখলকারীরা। পরে অন্যান্য সামগ্রী অপসারণ করে জায়গাটি সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়। জমির আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা। সরকারি সম্পত্তি উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, নাজিরহাট ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোকতার হোসেন। এছাড়া, অভিযানে আনসার সদস্যরা সহায়তা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০