চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযানে আড়াই কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৮:২৬
বৃহস্পতিবার চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। ছবি: বাসস

চট্টগ্রাম, ৮ মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে এ জমিতে বিভিন্ন পক্ষ অবৈধভাবে ১১টি দোকান নির্মাণ করে দখলে রেখেছিল। পরে প্রশাসনের নজরে এলে উচ্ছেদের উদ্যোগ নিয়ে পর্যাপ্ত সময় দিয়ে তাদের সরে যেতে নোটিশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (৮ মে) সকালে উপজেলার নাজিরহাট পৌরসভার ঝংকার মোড় সংলগ্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী।

তিনি জানিয়েছেন, নোটিশ অনুযায়ী উচ্ছেদ অভিযান চালাতে ঘটনাস্থল যাওয়ার আগেই প্রায় ৮০ শতাংশ স্থাপনা সরিয়ে নেন দখলকারীরা। পরে অন্যান্য সামগ্রী অপসারণ করে জায়গাটি সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়। জমির আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা। সরকারি সম্পত্তি উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, নাজিরহাট ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোকতার হোসেন। এছাড়া, অভিযানে আনসার সদস্যরা সহায়তা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসস পরিচালনা বোর্ড চেয়ারম্যানের শোক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আগামীকাল
কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা
ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আইনজীবীরা : অ্যাটর্নি জেনারেল
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের শোক 
বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ : মির্জা ফখরুল
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু
১০