বিমান বাহিনীর ৭৩তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ 

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৮:৪২
বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করা হয়। ছবি: আইএসপিআর

ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ বিমান বাহিনীর ৭৩তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশারে অবস্থিত ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।  

সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।

বাংলাদেশ বিমান বাহিনীর ১৮ জন এবং বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একজন করে সর্বমোট ২১ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা এই কোর্সে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি প্রশিক্ষণোত্তীর্ণ সকল কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন ও কোর্সে সেরা নৈপুণ্যের জন্য ফ্লাইট লেফটেন্যান্ট মেহরাব আলম, এডিডব্লিউসি-কে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ এবং সার্টিফিকেট প্রদান করেন। সফলতার সঙ্গে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। 

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক সৌমিতা
ওমানের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৬০ রান
মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে অভিনয় ও আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত
কক্সবাজারে বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের ৫ সদস্য আটক
নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি
সেঞ্চুরি থেকে ৪ উইকেট দূরে তাসকিন
শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোরের পথে একধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ
পটুয়াখালী উপকূলে ধরা পড়েছে বিরল ‘তবলা মাছ’
সিএমপি স্কুলের ২৭ শিক্ষার্থী পেলো পুনাক মেধাবৃত্তি
ঝিনাইদহে পরিবেশ রক্ষায় তালের বীজ রোপণ
১০