পটুয়াখালীতে অটোবাইকের ধাক্কায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৯:১৭

পটুয়াখালী, ৮ মে ২০২৫ (বাসস) : জেলার কলাপাড়ায় বোনের বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় মারা গেছে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মারিয়া (১০)। 

আজ বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারিয়া আক্তার উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে উত্তর টিয়াখালী গ্রামের মো. মোজাম্মেল মৃধার কন্যা।

জানা গেছে, সকালে মারিয়া তার বোনের বাড়িতে বেড়াতে যায়। পরে সে তার বোনের মেয়েকে নিয়ে একটি মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে ফোর লেন উইথ সার্ভিস লেন সড়কে একটি অটোবাইক তাকে ধাক্কা দেয়। 
এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । তবে নিহতের পরিবার এ ব্যাপারে কোনো মামলা করবে না মর্মে থানায় লিখিত অঙ্গীকারনামা জমা দিয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসস পরিচালনা বোর্ড চেয়ারম্যানের শোক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আগামীকাল
কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা
ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আইনজীবীরা : অ্যাটর্নি জেনারেল
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের শোক 
বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ : মির্জা ফখরুল
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু
১০