পটুয়াখালীতে অটোবাইকের ধাক্কায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৯:১৭

পটুয়াখালী, ৮ মে ২০২৫ (বাসস) : জেলার কলাপাড়ায় বোনের বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় মারা গেছে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মারিয়া (১০)। 

আজ বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারিয়া আক্তার উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে উত্তর টিয়াখালী গ্রামের মো. মোজাম্মেল মৃধার কন্যা।

জানা গেছে, সকালে মারিয়া তার বোনের বাড়িতে বেড়াতে যায়। পরে সে তার বোনের মেয়েকে নিয়ে একটি মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে ফোর লেন উইথ সার্ভিস লেন সড়কে একটি অটোবাইক তাকে ধাক্কা দেয়। 
এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । তবে নিহতের পরিবার এ ব্যাপারে কোনো মামলা করবে না মর্মে থানায় লিখিত অঙ্গীকারনামা জমা দিয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০