লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৯:৩০

লক্ষ্মীপুর, ৮ মে, ২০২৫ (বাসস) : জেলার রামগতিতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা মো. আব্বাস পাটওয়ারী(৩০) নিহত হয়েছেন। তিনি নোয়াখালীর সেনবাগ কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিল। 

আজ দুপুরে রামগতির হাজীগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্বাস পাটওয়ারী নিজ কর্মস্থল নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে  মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুর কমলনগর উপজেলার মৌলভীরটেকে নিজ বাড়িতে ফিরছিলেন। তার মোটরসাইকেলটি রামগতি-সোনাপুর সড়কের হাজীগঞ্জ বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। 

নিহত আব্বাস পাটওয়ারী কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের মৌলভীরটেক এলাকার মৃত তরিক উল্লার পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বৃহস্পতিবার তিন দিনের ছুটি পেয়ে মোটরসাইকেলযোগে কর্মস্থল সেনবাগ থেকে কমলনগর উপজেলার নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। এ সময় দুপুর আড়াইটার দিকে রামগতি উপজেলার হাজীগঞ্জ এলাকা অতিক্রম করার সময় বিপরীত থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি রাস্তার পাশের  সয়াবিনের ক্ষেতে পড়ে যান। এতে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। 

আব্বাস পাটওয়ারী ২০২৩ সালে নোয়াখালীর সেনবাগ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে  চাকুরিতে যোগদান করেন। তার স্ত্রী ও তিন বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের সয়াবিন ক্ষেতে পরে যায়। এতে কৃষি কর্মকর্তা আব্বাস পাটওয়ারী ঘটনাস্থলেই মারা যান। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক সৌমিতা
ওমানের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৬০ রান
মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে অভিনয় ও আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত
কক্সবাজারে বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের ৫ সদস্য আটক
নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি
সেঞ্চুরি থেকে ৪ উইকেট দূরে তাসকিন
শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোরের পথে একধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ
পটুয়াখালী উপকূলে ধরা পড়েছে বিরল ‘তবলা মাছ’
সিএমপি স্কুলের ২৭ শিক্ষার্থী পেলো পুনাক মেধাবৃত্তি
ঝিনাইদহে পরিবেশ রক্ষায় তালের বীজ রোপণ
১০