লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৯:৩০

লক্ষ্মীপুর, ৮ মে, ২০২৫ (বাসস) : জেলার রামগতিতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা মো. আব্বাস পাটওয়ারী(৩০) নিহত হয়েছেন। তিনি নোয়াখালীর সেনবাগ কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিল। 

আজ দুপুরে রামগতির হাজীগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্বাস পাটওয়ারী নিজ কর্মস্থল নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে  মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুর কমলনগর উপজেলার মৌলভীরটেকে নিজ বাড়িতে ফিরছিলেন। তার মোটরসাইকেলটি রামগতি-সোনাপুর সড়কের হাজীগঞ্জ বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। 

নিহত আব্বাস পাটওয়ারী কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের মৌলভীরটেক এলাকার মৃত তরিক উল্লার পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বৃহস্পতিবার তিন দিনের ছুটি পেয়ে মোটরসাইকেলযোগে কর্মস্থল সেনবাগ থেকে কমলনগর উপজেলার নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। এ সময় দুপুর আড়াইটার দিকে রামগতি উপজেলার হাজীগঞ্জ এলাকা অতিক্রম করার সময় বিপরীত থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি রাস্তার পাশের  সয়াবিনের ক্ষেতে পড়ে যান। এতে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। 

আব্বাস পাটওয়ারী ২০২৩ সালে নোয়াখালীর সেনবাগ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে  চাকুরিতে যোগদান করেন। তার স্ত্রী ও তিন বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের সয়াবিন ক্ষেতে পরে যায়। এতে কৃষি কর্মকর্তা আব্বাস পাটওয়ারী ঘটনাস্থলেই মারা যান। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০