অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা  

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৯:২৬
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। ফাইল ছবি

দিনাজপুর, ৮ মে, ২০২৫ (বাসস) : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপরাধ করলে কাউকে ছাড় দেয়া হবে না। আইন সবার জন্য সমান, এই বিষয়টিকে বাস্তবে রূপ দিতে সরকার কাজ করছেন। 

তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা বাহিনী জনগণের জান-মালের নিরাপত্তা দিতে কাজ করে যাচ্ছে। 

আজ দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে বিশেষ আইন শৃঙ্খলা সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত সময়ের চেয়ে বর্তমানে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, থানায় গিয়ে দালালি করার কোনো সুযোগ নেই। যারা দালালি করবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, থানায় যে কোনো ভুক্তভোগী মামলা করতে পারবেন। কিন্তু মামলা দায়েরের পর তদন্ত করে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে, গ্রেফতার করা যাবে। মামলা হলেই কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার বা হয়রানি করা যাবে না। 

তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় নিরাপত্তার জন্য সীমান্তরক্ষী বাহিনী নিয়োজিত রয়েছে। সীমান্তে যে কোনো  ধরনের অপরাধ তৎপরতা রোধে সরকার সজাগ রয়েছে। এ বিষয় নিয়ে কোনো প্রপাগান্ডা ছড়ানোর  সুযোগ নেই।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা দেশের স্বার্থে সঠিক সত্য প্রকাশ করুন তবেই দেশ উপকৃত হবে। অহেতুক মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে প্রতিবেশী দেশকে অপপ্রচার চালানোর সুযোগ সৃষ্টি করে না দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

রংপুরের  বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় রংপুর বিভাগীয় রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আমিনুল ইসলাম, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. মারফাত হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক সৌমিতা
ওমানের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৬০ রান
মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে অভিনয় ও আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত
কক্সবাজারে বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের ৫ সদস্য আটক
নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি
সেঞ্চুরি থেকে ৪ উইকেট দূরে তাসকিন
শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোরের পথে একধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ
পটুয়াখালী উপকূলে ধরা পড়েছে বিরল ‘তবলা মাছ’
সিএমপি স্কুলের ২৭ শিক্ষার্থী পেলো পুনাক মেধাবৃত্তি
ঝিনাইদহে পরিবেশ রক্ষায় তালের বীজ রোপণ
১০