পাবনায় জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধাদের আর্থিক অনুদান প্রদান

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ২০:২০
বৃহস্পতিবার পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধাদের হাতে অনুদানের চেক তুলে দেয়া হয়। ছবি: বাসস

পাবনা, ৮ মে, ২০২৫ (বাসস) : জেলায় জুলাই অভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে আহত যোদ্ধাদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। জুলাই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ৭৯ জন আহত জুলাই যোদ্ধা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রকৃত যোদ্ধা হিসেবে আখ্যায়িত করে বলেন, আহত জুলাই যোদ্ধাদের পাশে পাবনা জেলা প্রশাসন সর্বদা থাকবে এবং তাদের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা প্রদানে বদ্ধপরিকর।

জেলা প্রশাসনের স্বাভাবিক গতিকে ব্যাহত করে এমন যেকোনো প্রকার কার্যকলাপের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের সহযোগিতা কামনা করে তিনি নতুন বাংলাদেশ গঠনে জুলাই যোদ্ধাদের অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

জেলা প্রশাসক বলেন, এই আর্থিক অনুদান শুধু সরকারের দায়িত্ব পালন নয়, বরং জাতির পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মানের বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহাঙ্গীর আলমও বক্তব্য রাখেন। এসময় জুলাই যোদ্ধারা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং যেকোনো স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০