পাবনায় জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধাদের আর্থিক অনুদান প্রদান

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ২০:২০
বৃহস্পতিবার পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধাদের হাতে অনুদানের চেক তুলে দেয়া হয়। ছবি: বাসস

পাবনা, ৮ মে, ২০২৫ (বাসস) : জেলায় জুলাই অভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে আহত যোদ্ধাদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। জুলাই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ৭৯ জন আহত জুলাই যোদ্ধা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রকৃত যোদ্ধা হিসেবে আখ্যায়িত করে বলেন, আহত জুলাই যোদ্ধাদের পাশে পাবনা জেলা প্রশাসন সর্বদা থাকবে এবং তাদের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা প্রদানে বদ্ধপরিকর।

জেলা প্রশাসনের স্বাভাবিক গতিকে ব্যাহত করে এমন যেকোনো প্রকার কার্যকলাপের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের সহযোগিতা কামনা করে তিনি নতুন বাংলাদেশ গঠনে জুলাই যোদ্ধাদের অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

জেলা প্রশাসক বলেন, এই আর্থিক অনুদান শুধু সরকারের দায়িত্ব পালন নয়, বরং জাতির পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মানের বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহাঙ্গীর আলমও বক্তব্য রাখেন। এসময় জুলাই যোদ্ধারা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং যেকোনো স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০