মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাতক্ষীরায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ২০:৪৪
বৃহস্পতিবার সাতক্ষীরায় মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। ছবি: বাসস

সাতক্ষীরা, ৮ মে ২০২৫ (বাসস) : “তথ্য হোক সত্য, গণমাধ্যম চাই মুক্ত” এই প্রতিপাদ্য নিয়ে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা আজ জেলায় অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ভূমিজ ফাউন্ডেশন এ আয়োজন করে। 

শোভাযাত্রাটি শহরের লেকভিউ কনভেনশন সেন্টার থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহার সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সিএসও হাব এর সভাপতি আনিছুর রহমানসহ আরো অনেকে। আলোচনা সভা সঞ্চালনা করেন, ভূমিজ ফাউন্ডেশনের সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী অঞ্জন কুমার।

সাংবাদিকদের উপর সকল প্রকার নির্যাতন, নিপীড়ন ও হয়রানিমূলক মামলা বন্ধ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিকদের সুরক্ষায় সময়োপযোগী আইন করতে হবে। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি করতে হবে। যে সব সাংবাদিক হত্যার শিকার হয়েছেন, সে সব ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, ন্যায় বিচার ও মানবাধিকারের প্রশ্নে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থেকে স্বচ্ছভাবে পেশাগত দায়িত্ব পালন করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০