বগুড়ায় ৫ হাজার কেজি পলিথিন জব্দ

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ২০:৫২
বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে পলিথিন জব্দ এবং ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ছবি: বাসস

বগুড়া, ৮ মে, ২০২৫ (বাসস):  জেলার রাজাবাজার এলাকার রওশন মার্কেটের পাঁচটি গুদাম থেকে ৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ পলিথিন জব্দ এবং ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ উপস্থিত ছিলেন। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা পুলিশ বগুড়া সহযোগিতা করে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন জানান, অভিযানে সৌরভ ট্রেডার্স, আবু বক্কর ট্রেডার্স, সততা স্টোর, মিল্টন এন্টারপ্রাইজ ও সাত্তার স্টোর নামের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ ক ধারায় ব্যবস্থা নেওয়া হয়। পরিবেশবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক সৌমিতা
ওমানের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৬০ রান
মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে অভিনয় ও আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত
কক্সবাজারে বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের ৫ সদস্য আটক
নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি
সেঞ্চুরি থেকে ৪ উইকেট দূরে তাসকিন
শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোরের পথে একধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ
পটুয়াখালী উপকূলে ধরা পড়েছে বিরল ‘তবলা মাছ’
সিএমপি স্কুলের ২৭ শিক্ষার্থী পেলো পুনাক মেধাবৃত্তি
ঝিনাইদহে পরিবেশ রক্ষায় তালের বীজ রোপণ
১০