পঞ্চগড়ে পাথর বোঝাই ট্রাকের চাপায় দুই কিশোর নিহত

বাসস
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১১:৪১

পঞ্চগড়, ৯ মে ২০২৫ (বাসস): জেলার দেবীগঞ্জে বাজার থেকে বাড়ি ফেরার পথে পাথর বোঝাই ট্রাকের চাপায় দুই কিশোর নিহত হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (৮ মে) রাতে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বাজার সংলগ্ন চার তালার মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সঞ্জয় চন্দ্র রায় (১৪) পামুলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং অনিক চন্দ্র রায় (১৩) লক্ষীরহাটের একটি ওয়েলডিং এর দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। 

সঞ্জয় চন্দ্র রায় দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ভুল্লী পাড়া এলাকার রাজকুমারের ছেলে পুত্র এবং অনিক চন্দ্র রায় একই এলাকার অতুল বর্মনের পুত্র। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সঞ্জয় চন্দ্র রায় বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে লক্ষীরহাটে যায়। সেখানে বাজার করে তার সমবয়সি চাচা অনিক চন্দ্র রায়সহ বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল। ফেরার পথে লক্ষীরহাট চার তলার মোড় নামক স্থানে পৌঁছালে পঞ্চগড় থেকে একটি পাথর বোঝাই ট্রাক সঞ্জয়দের পেছন থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সঞ্জয় এবং অনিক। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

স্থানীয়রা ঘাতক ট্রাক, ট্রাকের চালক ও সহকারীকে আটক করে রাখে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়ির চালক মো. আব্দুল হালিম (৬০) এবং সহকারী মো. জাহিদ হাসানকে (২৫) আটক করে থানায় নিয়ে আসে। এ সময় ঢাকা মেট্রো- ট ১৬১১৯৮ নম্বরের পাথর বোঝাই ঘাতক ট্রাকটিও আটক করা হয়।

আটক মো. আব্দুল হালিম ঢাকার আমিন বাজারের বড়দেশী এলাকার বাসিন্দা এবং মো. জাহিদ হাসান রংপুরের মিঠাপুকুর উপজেলার কালীগঞ্জ এলাকার বাসিন্দা।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ট্রাক চাপায় দুই জন কিশোরের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাক, ট্রাকের চালক এবং সহকারীকে আটক করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০