সিলেট থেকে ইউরোপ গেল তৃতীয় কার্গো ফ্লাইট

বাসস
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১৬:২৭
প্রতীকী ছবি

সিলেট, ৯ মে, ২০২৫ (বাসস) : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পণ্য নিয়ে স্পেন গেল তৃতীয় কার্গো ফ্লাইট। বৃহস্পতিবার দিনগত রাত ১০টা ২৭ মিনিটে ৬০ টন পণ্য নিয়ে গ্যালিস্টএয়ারের চার্টার্ড ফ্লাইট ৮এস-১৯৩৪ সিলেট বিমানবন্দর ত্যাগ করেছে।

গত ২৭ এপ্রিল প্রথমবারের মতো সিলেট থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু হয়। ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। প্রথমদিন ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে যাত্রা শুরু হয়। পহেলা মে রাত ১২টার দিকে দ্বিতীয় ফ্লাইট স্পেনের রিয়াল মাদ্রিদে যায় প্রায় ৫৮ টন গার্মেন্টস পণ্য নিয়ে। তৃতীয় ফ্লাইটেও গার্মেন্টস পণ্য ছিল।

এসব তথ্য নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট আঞ্চলিক ব্যবস্থাপক শাহনেওয়াজ তালুকদার।
তিনি বাসসকে জানান, পরিবহন বিমানটির জন্য সিলেটে লজিস্টিক সাপোর্ট দেয়া হচ্ছে। আপাতত, প্রতি সপ্তাহে একটি কার্গো ফ্লাইট গার্মেন্টস পণ্য নিয়ে ইউরোপে যাচ্ছে।

সিলেটে প্যাকিং হাউজ নির্মাণ হলে রপ্তানি চাহিদা বাড়বে এবং কাঁচা সবজি ইউরোপে পাঠানো সম্ভব হবে বলে জানান তিনি। 

বিমান ম্যানেজার বলেন, ব্যবসায়ীরা চাইলে ব্যক্তিগত উদ্যোগে প্যাকিং হাউজ নির্মাণ করতে পারেন, সরকার এই ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত তিনটি ফ্লাইট পরিচালিত হয়েছে। সপ্তাহে দু’টি ফ্লাইটে পণ্য রপ্তানির কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০