লক্ষ্মীপুরে চার শিক্ষার্থী হত্যা মামলায় আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১৬:৩২
ছবি : বাসস

লক্ষ্মীপুর, ৯ মে, ২০২৫ (বাসস) : গতবছর চার আগস্ট জেলার বৈষম্যবিরোধী চার শিক্ষার্থী হত্যা মামলায় জেলা আওয়ামীলীগের কৃষিবিষয়ক সম্পাদক শিমুল ভূইয়াসহ আওয়ামী লীগ,যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ১৯জনকে গ্রেফতার করা হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত ১৯জনকে ছাত্র-জনতার ওপর হামলা ও চার শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার ভোররাতে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃতরা জেলা,উপজেলা,পৌরসভা,ইউনিয়নন ও ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা।

পুলিশ জানায়, চার আগস্টে শহরের তমিজ মার্কেট ও মাদামব্রীজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা ও প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে চার শিক্ষার্থী সাদ আলম আফনান,কাউছার হোসেন বিজয়, সাব্বির হোসেন ও ওসমান গনি নিহত হয়। এসময় দুইশর বেশি গুলিবিদ্ধ সহ আহত হয় কয়েকশ মানুষ। এ ঘটনায় থানায় পৃথক চারটি মামলা হয়। এসব মামলায় ১৯জনকে গ্রেফতার করা হয়েছে। এনিয়ে গ্রেফতার হয়েছে ২০৭জন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, চার আগস্টে চার শিক্ষার্থী হত্যা মামলায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের ছাত্র-জনতার ওপর হামলা ও চার শিক্ষার্থী হত্যায় মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত এসব মামলায় দুইশ ৭জনকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০