লক্ষ্মীপুরে চার শিক্ষার্থী হত্যা মামলায় আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১৬:৩২
ছবি : বাসস

লক্ষ্মীপুর, ৯ মে, ২০২৫ (বাসস) : গতবছর চার আগস্ট জেলার বৈষম্যবিরোধী চার শিক্ষার্থী হত্যা মামলায় জেলা আওয়ামীলীগের কৃষিবিষয়ক সম্পাদক শিমুল ভূইয়াসহ আওয়ামী লীগ,যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ১৯জনকে গ্রেফতার করা হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত ১৯জনকে ছাত্র-জনতার ওপর হামলা ও চার শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার ভোররাতে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃতরা জেলা,উপজেলা,পৌরসভা,ইউনিয়নন ও ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা।

পুলিশ জানায়, চার আগস্টে শহরের তমিজ মার্কেট ও মাদামব্রীজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা ও প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে চার শিক্ষার্থী সাদ আলম আফনান,কাউছার হোসেন বিজয়, সাব্বির হোসেন ও ওসমান গনি নিহত হয়। এসময় দুইশর বেশি গুলিবিদ্ধ সহ আহত হয় কয়েকশ মানুষ। এ ঘটনায় থানায় পৃথক চারটি মামলা হয়। এসব মামলায় ১৯জনকে গ্রেফতার করা হয়েছে। এনিয়ে গ্রেফতার হয়েছে ২০৭জন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, চার আগস্টে চার শিক্ষার্থী হত্যা মামলায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের ছাত্র-জনতার ওপর হামলা ও চার শিক্ষার্থী হত্যায় মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত এসব মামলায় দুইশ ৭জনকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০