টেকসই উন্নয়নে নারীদেরকে সমাজের প্রতিটি স্তরে যুক্ত করতে হবে : সেমিনারে বক্তারা

বাসস
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১৮:২২

ঢাকা, ৯ মে, ২০২৫ (বাসস) : জ্বালানি খাতে নারীদের অংশগ্রহণ শীর্ষক এক সেমিনারে বক্তারা বলেছেন, দেশের টেকসই উন্নয়নের জন্য নারীদেরকে অবশ্যই সমাজের প্রতিটি স্তরে যুক্ত করতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। 

আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারস্থ পেট্রোবাংলার কার্যালয়ের ড. হাবিবুর রহমান অডিটোরিয়ামে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত ‘এন ওভারভিউ অফ বাংলাদেশ’স এনার্জি সেক্টর উইথ এ স্পটলাইট অন ওমেন ইন এনার্জি’ শীর্ষক অনুষ্ঠিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

এ সময় বক্তারা আরও বলেন, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে সব ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে। তারা বলেন, নারীরা এখন আগের থেকে অনেক বেশি সচেতন এবং মাঠ পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ ধাপ পর্যন্ত তারা দায়িত্ব নিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সৌদি ডেভেলপমেন্ট মেড (এসডিএম) কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সালোয়া আব্দুল্লাহ এফ আলহাজ্জা বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে নারী শিক্ষার ও প্রযুক্তিগত উন্নয়নের উপর গুরুত্ব দিতে হবে। 

বিশেষ অতিথির বক্তব্যে এসডিএম’র চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার ড. মোহাম্মদ আবদুর রহমান বলেন, এখন বড়-বড় কোম্পানিতে নারীরা অনেক ভালো পজিশনে কাজ করছেন এবং সমাজে অনেক বেশি অবদান রাখছেন। দেশের টেকসই উন্নয়নের জন্য নিজেদের উপর ভরসা রাখতে হবে এবং সমাজের প্রতিটি স্তরের মানুষকে যোগ্যতার ভিত্তিতে সমানভাবে কাজ করার সুযোগ দিতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন, পেট্রোবাংলা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোতে নারীর অংশগ্রহণ বাড়ছে এবং ভবিষ্যতে এ সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বিশেষ অতিথি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জাহিদা পারভীন তার বক্তৃতায় সিভিল সেক্টরে নারীদের অংশগ্রহণ ও অবদান নিয়ে আলোচনা করেন।

সেমিনারে সভাপতির বক্তব্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন’র চেয়ারম্যান (সচিব) মো. আমিন উল আহসান বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে নারী-পুরুষ সবাই মিলে একযোগে কাজ করার আহ্বান জানান। 

সেমিনারে স্বাগত বক্তৃতা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. নূরুন্নাহার চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
স্বাধীনতা যুদ্ধ ছিল সব ধর্মের মানুষের যৌথ সংগ্রাম: আসাদুল হাবিব দুলু
স্বর্ণ চোরাচালানের মাধ্যমে অর্জিত ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি
সব ধর্মের মানুষ মিলেমিশে আগামীর নতুন বাংলাদেশ গড়বো: শাহজাহান মিঞা
বাহিরের ইন্ধনে দুষ্কৃতকারীরা দুর্গাপূজা অস্থিতিশীল করার চেষ্টা করেছিল: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০