নড়াইলে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় তিন ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

বাসস
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১৯:০২
নড়াইলে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় তিন ইউপি চেয়ারম্যান। ছবি: বাসস

নড়াইল, ৯ মে, ২০২৫ (বাসস) : জেলায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় সদর উপজেলার বর্তমান দুই ইউপি চেয়ারম্যান ও সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে নড়াইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম পলাশ, মুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী, আউড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. পলাশ মোল্যা ও শেখহাটির সাবেক ইউপি সদস্য রুহুল আমীন মোল্যা। 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গত বছরের ৪ আগষ্ট নড়াইলে সদর উপজেলার নাকশী-মাদ্রাসা ও মালিবাগ এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল বের করেন। 

মিছিলে গুলি বর্ষণ, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগ এনে গত বছরের ১০ সেপ্টেম্বর সদর থানায় মামলা দায়ের করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ। 

এ মামলায় আওয়ামী লীগের ৯০ নেতা-কর্মীর নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। ওই মামলার এজাহারনামীয় তিন ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০