গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় চট্টগ্রামের ৪ কেন্দ্রে উপস্থিতি ৮৭ শতাংশ

বাসস
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১৯:৪৭
ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ মে, ২০২৫ (বাসস) : জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা আজ শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং এর অধীন তিনটি উপকেন্দ্র যথাক্রমে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি), পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং পাহাড়তলী কলেজে ‘এ’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান এবং পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. খ. নূরুল ইসলাম।

সিভাসু’সহ চট্টগ্রামের চারটি কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সিভাসু’র রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম জানান, এবার সিভাসু’সহ চট্টগ্রামের চারটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৫ হাজার ৭৭৮ জন। উপস্থিত ছিল ৫ হাজার ৪৩ জন। উপস্থিতির হার ছিল ৮৭ দশমিক ২৮ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০