লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জামায়াত-শিবিরের বিক্ষোভ

বাসস
প্রকাশ: ০৯ মে ২০২৫, ২১:০৫
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার বিকালে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবির ও ছাত্র-জনতা। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ৯ মে, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রম নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ করেছে জামায়াত-শিবির ও  ছাত্র-জনতা।

শুক্রবার বিকালে শহরের উত্তর তেমুহনী এলাকা একটি থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির ও ছাত্র-জনতা। পরে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দু-পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়ে যাত্রী ও সাধারণ মানুষ।

এসময় বিক্ষোভকারীরা ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই', ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘গোলামি না রাজপথ, রাজপথ রাজপথ’, ইত্যাদি শ্লোগানে মুখরিত করে তোলেন জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক প্রাঙ্গন। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন, শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান, শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, সেক্রেটারী আবদুল আউয়াল হামদু, এনসিপির প্রতিনিধি আলমগীর হোসেন।

বক্তারা বলেন, আওয়ামী লীগের ইতিহাস ২৮ অক্টোবর লগি-বৈঠার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস ৫ মে শাপলা চত্বরে গণহত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস ২৪ সালে হাজার হাজার ছাত্র-জনতা হত্যার ইতিহাস। সবশেষ জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাসহ এসব অপকর্ম করে বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই। তাদের কোন ক্ষমা নেই। দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০