লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জামায়াত-শিবিরের বিক্ষোভ

বাসস
প্রকাশ: ০৯ মে ২০২৫, ২১:০৫
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার বিকালে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবির ও ছাত্র-জনতা। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ৯ মে, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রম নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ করেছে জামায়াত-শিবির ও  ছাত্র-জনতা।

শুক্রবার বিকালে শহরের উত্তর তেমুহনী এলাকা একটি থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির ও ছাত্র-জনতা। পরে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দু-পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়ে যাত্রী ও সাধারণ মানুষ।

এসময় বিক্ষোভকারীরা ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই', ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘গোলামি না রাজপথ, রাজপথ রাজপথ’, ইত্যাদি শ্লোগানে মুখরিত করে তোলেন জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক প্রাঙ্গন। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন, শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান, শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, সেক্রেটারী আবদুল আউয়াল হামদু, এনসিপির প্রতিনিধি আলমগীর হোসেন।

বক্তারা বলেন, আওয়ামী লীগের ইতিহাস ২৮ অক্টোবর লগি-বৈঠার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস ৫ মে শাপলা চত্বরে গণহত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস ২৪ সালে হাজার হাজার ছাত্র-জনতা হত্যার ইতিহাস। সবশেষ জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাসহ এসব অপকর্ম করে বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই। তাদের কোন ক্ষমা নেই। দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০