ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী কনটেইনারের ৮ ঘণ্টা পর এবার আন্ত:নগর ট্রেনের লাইনচ্যুত

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ১৩:১৮
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া, ১০ মে, ২০২৫ (বাসস) : ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার প্রায় সাত ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ শুরু হয়। 

আজ শনিবার ভোর ৫টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার এক ঘণ্টা পর একই স্থানে লাইনচ্যুত হয় আন্ত: নগর ট্রেন। 

জেলা রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জসিম উদ্দিন জানান, দুই দফায় ১০/১২ ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়।
গতকাল শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে আসা ৬০৩ নম্বর মালবাহী ট্রেনের একটি বগি জেলা রেলওয়ে স্টেশনের অদূরে পৈরতলা রেলক্রসিংয়ের সামনে লাইনচ্যুত হয়।

এই ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রথমে দুর্ঘটনাকবলিত ট্রেনটির সামনের অংশ রাত ১২টার দিকে সামনের দিকে চালানো হয়। 

পরে আখাউড়া রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারে কাজ শুরু করে। ভোর প্রায় ৫টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে ভোর ৬টার কাছাকাছি সময়ে একই স্থানে ৮’শ মিটারের মধ্যে ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্ত:নগর কক্সবাজার এক্সপ্রেসটির লাইনচ্যুত হয়। ট্রেনটির পেছনের দিকের গার্ডব্র্যাক লাইন থেকে সরে যায়। গার্ডব্র্যাক রেখে কিছুক্ষণ পর ট্রেনটি চলে যায়। পরে বগিটি উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়। সকাল সাড়ে ৮টার পর ডাউন লাইনে ফের চলাচল শুরু হয় ট্রেন। তবে পরবর্তী দুর্ঘটনার পর আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০