ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী কনটেইনারের ৮ ঘণ্টা পর এবার আন্ত:নগর ট্রেনের লাইনচ্যুত

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ১৩:১৮
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া, ১০ মে, ২০২৫ (বাসস) : ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার প্রায় সাত ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ শুরু হয়। 

আজ শনিবার ভোর ৫টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার এক ঘণ্টা পর একই স্থানে লাইনচ্যুত হয় আন্ত: নগর ট্রেন। 

জেলা রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জসিম উদ্দিন জানান, দুই দফায় ১০/১২ ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়।
গতকাল শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে আসা ৬০৩ নম্বর মালবাহী ট্রেনের একটি বগি জেলা রেলওয়ে স্টেশনের অদূরে পৈরতলা রেলক্রসিংয়ের সামনে লাইনচ্যুত হয়।

এই ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রথমে দুর্ঘটনাকবলিত ট্রেনটির সামনের অংশ রাত ১২টার দিকে সামনের দিকে চালানো হয়। 

পরে আখাউড়া রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারে কাজ শুরু করে। ভোর প্রায় ৫টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে ভোর ৬টার কাছাকাছি সময়ে একই স্থানে ৮’শ মিটারের মধ্যে ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্ত:নগর কক্সবাজার এক্সপ্রেসটির লাইনচ্যুত হয়। ট্রেনটির পেছনের দিকের গার্ডব্র্যাক লাইন থেকে সরে যায়। গার্ডব্র্যাক রেখে কিছুক্ষণ পর ট্রেনটি চলে যায়। পরে বগিটি উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়। সকাল সাড়ে ৮টার পর ডাউন লাইনে ফের চলাচল শুরু হয় ট্রেন। তবে পরবর্তী দুর্ঘটনার পর আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
পিআরের উদ্দেশ্য হলো ‘যদি কিছু পায়’: বিএনপি নেতা সালাহউদ্দিন
নীলফামারীতে চীনের উপহারের হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবগঞ্জে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৬৫
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রস্তুতি ইসির
সম্পর্ক জোরদারে সম্মত জাপান ও দক্ষিণ কোরিয়া
সরকারি খরচে ১২ লাখ ৬১ হাজার ৬৫০ জনকে আইনি সহায়তা
১০