কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ১৫:২৪
প্রতীকী ছবি

পটুয়াখালী, ১০ মে, ২০২৫ (বাসস) : জেলার কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে জ্ঞান হারিয়ে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

আজ সকাল সাড়ে ১০টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে ভাই, ভগ্নিপতি ও বন্ধুসহ গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত রাজেশ রাজশাহীর পুটিয়া এলাকার নামাজপুরের শারা পালের পুত্র। তিনি ভাই, ভগ্নিপতি ও বন্ধুসহ শুক্রবার কুয়াকাটায় বেড়াতে আসেন । তারা হোটেল সাগরনীড়ে অবস্থান করছিলেন বলে জানিয়েছেন মৃত রাজেশের ভগ্নিপতি কমল কুমার পাল।

রাজেশের সঙ্গীরা বলেন, গোসল করার এক পর্যায়ে আমরা সবাই উঠছিলাম। ওর সাথে ওর ভগ্নিপতি ছিল। তাকিয়ে দেখলাম ওকে টেনে ওপরে ওঠাচ্ছে। আমরা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে অচেতন অবস্থায় তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুয়াকাটা হাসপাতালের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ জানান, তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। পরে থানা পুলিশকে খবর দেয়া হয়।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ইনচার্জ শাখাওয়াত হোসেন জানান, সৈকতে গোসলে নেমে পর্যটক অসুস্থ হওয়ার খবর পাওয়ার সাথে সাথে দায়িত্বরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সৈকতের ফটোগ্রাফার ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, নিহতের লাশ বর্তমানে মহিপুর থানার তত্ত্বাবধানে আছে। তার পরিবারের অন্যান্য সদস্যরা এসে পৌঁছালে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
পিআরের উদ্দেশ্য হলো ‘যদি কিছু পায়’: বিএনপি নেতা সালাহউদ্দিন
নীলফামারীতে চীনের উপহারের হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবগঞ্জে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৬৫
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রস্তুতি ইসির
সম্পর্ক জোরদারে সম্মত জাপান ও দক্ষিণ কোরিয়া
সরকারি খরচে ১২ লাখ ৬১ হাজার ৬৫০ জনকে আইনি সহায়তা
১০