কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ১৫:২৪
প্রতীকী ছবি

পটুয়াখালী, ১০ মে, ২০২৫ (বাসস) : জেলার কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে জ্ঞান হারিয়ে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

আজ সকাল সাড়ে ১০টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে ভাই, ভগ্নিপতি ও বন্ধুসহ গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত রাজেশ রাজশাহীর পুটিয়া এলাকার নামাজপুরের শারা পালের পুত্র। তিনি ভাই, ভগ্নিপতি ও বন্ধুসহ শুক্রবার কুয়াকাটায় বেড়াতে আসেন । তারা হোটেল সাগরনীড়ে অবস্থান করছিলেন বলে জানিয়েছেন মৃত রাজেশের ভগ্নিপতি কমল কুমার পাল।

রাজেশের সঙ্গীরা বলেন, গোসল করার এক পর্যায়ে আমরা সবাই উঠছিলাম। ওর সাথে ওর ভগ্নিপতি ছিল। তাকিয়ে দেখলাম ওকে টেনে ওপরে ওঠাচ্ছে। আমরা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে অচেতন অবস্থায় তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুয়াকাটা হাসপাতালের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ জানান, তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। পরে থানা পুলিশকে খবর দেয়া হয়।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ইনচার্জ শাখাওয়াত হোসেন জানান, সৈকতে গোসলে নেমে পর্যটক অসুস্থ হওয়ার খবর পাওয়ার সাথে সাথে দায়িত্বরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সৈকতের ফটোগ্রাফার ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, নিহতের লাশ বর্তমানে মহিপুর থানার তত্ত্বাবধানে আছে। তার পরিবারের অন্যান্য সদস্যরা এসে পৌঁছালে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষ মানবসম্পদ গড়তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবে তথ্যপ্রযুক্তি বিভাগ
চাঁদপুরে তালিকাভুক্ত তিন মাদক কারবারি গ্রেপ্তার
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে : ধর্ম উপদেষ্টা
উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
পালিত হচ্ছে ১৩তম স্তন ক্যান্সার সচেতনতা দিবস
সম্প্রতি নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের তালিকা
শান্তিতে নোবেল জিতে মাচাদো বললেন ‘আমি হতবাক’
৪২তম জাতীয় জুনিয়র দাবায় চতুর্থ রাউন্ড শেষে তিনজন খেলোয়াড় শীর্ষে
রাজধানীতে র‌্যাবের অভিযানে ১ মাদক কারবারি গ্রেফতার 
বিশ্বজুড়ে বাড়ছে পরমাণু বিদ্যুতের ব্যবহার 
১০