ঝিনাইদহে বজ্রপাতে প্রাণ হারানো দুই কৃষক পরিবার পেল তারেক রহমানের সহায়তা

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ১৫:৩৭
শনিবার ঝিনাইদহের সদর উপজেলায় বজ্রপাতে প্রাণ হারানো কৃষক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: বাসস

ঝিনাইদহ, ১০ মে ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় বজ্রপাতে প্রাণ হারানো কৃষক পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। কেন্দ্রীয় কৃষক দলের একটি প্রতিনিধি দল বজ্রপাতে প্রাণ হারানো দুই পরিবারের সদস্যদের কাছে তারেক রহমানের সহায়তার চেক পৌঁছে দেন । প্রতিনিধি দলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

আজ দুপুরে সদর উপজেলার গান্না ইউনিয়নের পশ্চিম ভবানীপুর গ্রাম ও মহারাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে পৃথক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় নিহত দুই কৃষকের কবর জিয়ারত শেষে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান কৃষক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় কৃষক দলের বিশেষ প্রতিনিধি দল সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে বজ্রপাতে প্রাণ হারানো অলিয়ার রহমানের পরিবারের কাছে তারেক রহমানের দেয়া আর্থিক  সহায়তার চেক পৌঁছে দেন। এসময় অলিয়ার রহমানের স্ত্রী শিরিনা খাতুন ও মেয়ে অন্তরা খাতুন সহায়তার চেক গ্রহণ করেন।

পরে সদর উপজেলার গান্না ইউনিয়নের পশ্চিম বিষয়খালী গ্রামে বজ্রপাতে প্রাণ হারানো মিরাজুল ইসলামের বাড়িতে পৌঁছান কৃষক দলের  নেতৃবৃন্দ। এসময় বজ্রপাতে প্রাণ হারানো মিরাজুলের স্ত্রী সোহাগী বেগম তারেক রহমানের সহায়তার চেক গ্রহণ করেন।

সহায়তা চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক টি এস আয়ুব, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা কৃষক দলের সভাপতি ওসমান আলী বিশ্বাস, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফজলে এলাহি শিমুল, আসাদুজ্জামান আসাদ এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আলমগীর হোসেন। পরে সংক্ষিপ্ত এক কৃষক সমাবেশে অংশ নেন নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ
ওমানকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের
রাজবাড়ীর গোয়ালন্দে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
নেত্রকোণা খালিয়াজুরীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের ধাক্কা, নিখোঁজ ৪
দাকোপে লজিক প্রকল্পের পানি শোধনাগার পরিদর্শন করলেন ইইউ রাষ্ট্রদূত
ফারহান ফাইয়াজের মতো শহীদদের স্মরণে নতুন করে দেশ গড়ব : শারমীন এস মুরশিদ
বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না : ড. মঈন খান
চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক সৌমিতা
ওমানের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৬০ রান
১০