মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট চ্যাম্পিয়নশিপ শুরু

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ১৭:১৮
ভি টিউটর মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট (এমওএস) বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ২০২৫ শনিবার ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ছবি: বাসস

ঢাকা, ১০ মে, ২০২৫ (বাসস) : দেশে প্রথম আন্তর্জাতিক মানের ডিজিটাল দক্ষতা প্রতিযোগিতা ভি টিউটর মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট (এমওএস) বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ২০২৫ আজ ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। 

ভি টিউটর বাংলাদেশ এর আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতা ১৩ থেকে ২২ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

অলিম্পিয়াডের আদলে আয়োজিত এই জাতীয় প্রতিযোগিতা রাজধানীর ছয়টি বিশ্ববিদ্যালয়ে তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড প্রফেশনালস (ইউবিপি), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), ইন্ডিপেন্ডেন্ট  ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)।

বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার ভিত্তিতে সর্বোচ্চ তিনজনকে “চ্যাম্পিয়ন” হিসেবে ঘোষণা করা হবে। সেখান থেকে জাতীয় পর্যায়ের জন্য বাছাই করা হবে সেরা ১০ জনকে। জাতীয় পর্যায়ের বিজয়ীরা পাবেন মাইক্রোসফট সার্টিফিকেশন অর্জনের সুযোগ।

এছাড়া নির্বাচিত এলএস (লং লিস্টেড) প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ৩ জনকে নিয়ে আয়োজিত হবে ‘গালা রাউন্ড’, যার আগে থাকবে একটি বিশেষ গ্রুমিং সেশন। গালা রাউন্ডের বিজয়ীরা অংশ নেবেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট প্রতিযোগিতায়।

আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভি টিউটর বাংলাদেশ-এর কো-ফাউন্ডার ও চিফ ট্রেনিং অফিসার কাজী শামীম, কো-ফাউন্ডার ও চিফ একাডেমিক অফিসার মুত্তাকি ফারুক, ভি টিউটর এর ১৫ জন স্বেচ্ছাসেবক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার ল্যাবের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিভক্তিতে স্বৈরাচার ফেরার পথ সুগম হবে : ডা. জাহিদ 
সুন্দরবনে অস্ত্রসহ ২ ডাকাত আটক, জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার
শেরপুরে নিখোঁজের দুদিন পর শিশুর লাশ উদ্ধার
ভোলায় যৌথ অভিযানে ট্রলার ও বেহুন্দি জালসহ ৮ জেলে আটক
ইসরাইলের নাম না নিয়ে কাতারে হামলার নিন্দা জানালো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন: শফিকুল আলম
সাগর থেকে মেঘনা-তেতুলিয়ায় আসছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, নদীতে ব্যস্ত জেলেরা
বায়ু, পলিথিন ও শব্দদূষণ রোধে ১,৫৪০ মোবাইল কোর্ট অভিযানে ৩৭৯৭টি মামলা দায়ের
ইউরোপীয় ইউনিয়নের নেতাদের নিকট বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
মার্কিন মুদ্রাস্ফীতি অনুকূল হওয়ায় ঊর্ধ্বমুখী ধারায় বিশ্ব শেয়ারবাজার
১০