সাতক্ষীরায় অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ, ২ লাখ টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ১৭:২৭
পুশকৃত চিংড়ি জব্দ, ২ লাখ টাকা জরিমানা। ছবি : বাসস

সাতক্ষীরা, ১০ মে, ২০২৫ (বাসস) : জেলার শ্যামনগর উপজেলায় আজ অপদ্রব্য পুশকৃত ৫১২ কেজি চিংড়ি মাছ জব্দ এবং এ ঘটনায় জড়িত থাকার দায়ে পাঁচজনকে দুইলাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

পরে, জব্দকৃত অপদ্রব্য পুশকৃত চিংড়ি পুড়িয়ে বিনষ্ট করা হয়।  

আজ শনিবার সকালে শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের কামারপাড়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানকালে এ জরিমানা করেন শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল রিফাত।  

অভিযানকালে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্প কমান্ডার লে. রাদীদ রায়হান, শ্যামনগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার চন্দ্র মজুমদারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের কামারপাড়া বাজারে অভিযান চালিয়ে জেলি পুশকৃত ৫১২ কেজি চিংড়ি জব্দ করে যৌথ বাহিনী। এ সময় জেলি পুশ করার অভিযোগে নূরনগর বাজারের চিংড়ি ব্যবসায়ী জাহাঙ্গীর ও তার চার সহযোগীকে আটক করা হয়। পরে শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রে আবদুল্লাহ আল রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের পাঁচজনকে মোট দুইলাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এসময় জব্দকৃত চিংড়ি মাছগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষ মানবসম্পদ গড়তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবে তথ্যপ্রযুক্তি বিভাগ
চাঁদপুরে তালিকাভুক্ত তিন মাদক কারবারি গ্রেপ্তার
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে : ধর্ম উপদেষ্টা
উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
পালিত হচ্ছে ১৩তম স্তন ক্যান্সার সচেতনতা দিবস
সম্প্রতি নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের তালিকা
শান্তিতে নোবেল জিতে মাচাদো বললেন ‘আমি হতবাক’
৪২তম জাতীয় জুনিয়র দাবায় চতুর্থ রাউন্ড শেষে তিনজন খেলোয়াড় শীর্ষে
রাজধানীতে র‌্যাবের অভিযানে ১ মাদক কারবারি গ্রেফতার 
বিশ্বজুড়ে বাড়ছে পরমাণু বিদ্যুতের ব্যবহার 
১০