সাতক্ষীরায় অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ, ২ লাখ টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ১৭:২৭
পুশকৃত চিংড়ি জব্দ, ২ লাখ টাকা জরিমানা। ছবি : বাসস

সাতক্ষীরা, ১০ মে, ২০২৫ (বাসস) : জেলার শ্যামনগর উপজেলায় আজ অপদ্রব্য পুশকৃত ৫১২ কেজি চিংড়ি মাছ জব্দ এবং এ ঘটনায় জড়িত থাকার দায়ে পাঁচজনকে দুইলাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

পরে, জব্দকৃত অপদ্রব্য পুশকৃত চিংড়ি পুড়িয়ে বিনষ্ট করা হয়।  

আজ শনিবার সকালে শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের কামারপাড়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানকালে এ জরিমানা করেন শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল রিফাত।  

অভিযানকালে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্প কমান্ডার লে. রাদীদ রায়হান, শ্যামনগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার চন্দ্র মজুমদারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের কামারপাড়া বাজারে অভিযান চালিয়ে জেলি পুশকৃত ৫১২ কেজি চিংড়ি জব্দ করে যৌথ বাহিনী। এ সময় জেলি পুশ করার অভিযোগে নূরনগর বাজারের চিংড়ি ব্যবসায়ী জাহাঙ্গীর ও তার চার সহযোগীকে আটক করা হয়। পরে শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রে আবদুল্লাহ আল রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের পাঁচজনকে মোট দুইলাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এসময় জব্দকৃত চিংড়ি মাছগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাতৃত্বের প্রতি উৎসর্গিত এক অনন্য দিবস ‘মা দিবস’: তারেক রহমান
৮ লাখ টাকার জাল নোটসহ দুজন গ্রেফতার
সিলেটে কোরবানিযোগ্য পশু তিন লাখ ৯ হাজার
সাবেক এমপিসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের পাঁচ সদস্য গ্রেফতার
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
সীমান্তে বসবাসকারীদের সচেতনতা ও সতর্কতা বৃদ্ধিতে ঝিনাইদহে বিজিবির মতবিনিময়
মহামানবদের বচন কালেরসীমা অতিক্রম করে মানুষকে সত্যের পথ দেখায় : তারেক রহমান 
পারিবারিক অনুষ্ঠানে গেলেন বেগম খালেদা জিয়া
বিকেএমইএ নির্বাচনে পিকেএ-এর নিরঙ্কুশ জয়
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি
১০