সাতক্ষীরায় অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ, ২ লাখ টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ১৭:২৭
পুশকৃত চিংড়ি জব্দ, ২ লাখ টাকা জরিমানা। ছবি : বাসস

সাতক্ষীরা, ১০ মে, ২০২৫ (বাসস) : জেলার শ্যামনগর উপজেলায় আজ অপদ্রব্য পুশকৃত ৫১২ কেজি চিংড়ি মাছ জব্দ এবং এ ঘটনায় জড়িত থাকার দায়ে পাঁচজনকে দুইলাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

পরে, জব্দকৃত অপদ্রব্য পুশকৃত চিংড়ি পুড়িয়ে বিনষ্ট করা হয়।  

আজ শনিবার সকালে শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের কামারপাড়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানকালে এ জরিমানা করেন শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল রিফাত।  

অভিযানকালে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্প কমান্ডার লে. রাদীদ রায়হান, শ্যামনগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার চন্দ্র মজুমদারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের কামারপাড়া বাজারে অভিযান চালিয়ে জেলি পুশকৃত ৫১২ কেজি চিংড়ি জব্দ করে যৌথ বাহিনী। এ সময় জেলি পুশ করার অভিযোগে নূরনগর বাজারের চিংড়ি ব্যবসায়ী জাহাঙ্গীর ও তার চার সহযোগীকে আটক করা হয়। পরে শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রে আবদুল্লাহ আল রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের পাঁচজনকে মোট দুইলাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এসময় জব্দকৃত চিংড়ি মাছগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
পিআরের উদ্দেশ্য হলো ‘যদি কিছু পায়’: বিএনপি নেতা সালাহউদ্দিন
নীলফামারীতে চীনের উপহারের হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবগঞ্জে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৬৫
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রস্তুতি ইসির
সম্পর্ক জোরদারে সম্মত জাপান ও দক্ষিণ কোরিয়া
সরকারি খরচে ১২ লাখ ৬১ হাজার ৬৫০ জনকে আইনি সহায়তা
১০