কিশোরগঞ্জে খাদ্য সামগ্রী উৎপাদনকারী তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ১৮:১৮
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি : বাসস

কিশোরগঞ্জ, ১০ মে, ২০২৫ (বাসস) : জেলার ভৈরব উপজেলায় আজ অননুমোদিত খাদ্য সামগ্রী উৎপাদন ও মোড়কে অগ্রীম তারিখ প্রদান, মরিচের গুড়ায় মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রঙ মেশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট পাঁচলাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য আদালত। 

আজ শনিবার দুপুরে নিরাপদ খাদ্য আদালতের অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। 

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ভৈরব উপজেলার ক্যাপিটাল ফুডসকে মোড়কে অগ্রীম তারিখ প্রদান এবং অননুমোদিত মিল্ক ব্রেড উৎপাদনের দায়ে দুইলাখ টাকা, একই উপজেলার ইয়াকুব এন্ড মাহবুব ফুড প্রোডাক্টসকে পচা মরিচ দিয়ে মরিচের গুড়া তৈরি ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রঙ মেশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে দুইলাখ টাকা, রহিম বেকারিকে কেক তৈরিতে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রঙ মেশানো ও ক্রয় বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার দায়ে একলাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া  বিভিন্ন বেকারিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয়।

এ সময় জেলায় নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
পিআরের উদ্দেশ্য হলো ‘যদি কিছু পায়’: বিএনপি নেতা সালাহউদ্দিন
নীলফামারীতে চীনের উপহারের হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবগঞ্জে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৬৫
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রস্তুতি ইসির
সম্পর্ক জোরদারে সম্মত জাপান ও দক্ষিণ কোরিয়া
সরকারি খরচে ১২ লাখ ৬১ হাজার ৬৫০ জনকে আইনি সহায়তা
১০