টাঙ্গাইল, ১০ মে, ২০২৫ (বাসস) : জেলার বাসাইল উপজেলায় আজ ট্রাক্টর ও সিএনজি-চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে জিয়াবুর রহমান (৩৫) নামের একব্যক্তি নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুর দেড়টার দিকে বাসাইল উপজেলার বাসাইল-নলুয়া সড়কের বাসুলিয়াতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিয়াবুর রহমান সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার আটাইশা মাছিমপুর গ্রামের মৃত চাঁন ফরালীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাসুলিয়াতে বাসাইলগামী সিএনজি ও নলুয়াগামী ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়। এসময় সিএনজি-চালিত অটোরিকশার যাত্রী জিয়াবুর রহমান গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় জিয়াবুর রহমানকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, নিহত ব্যক্তির মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।