সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ১৯:২১
শনিবার সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় মালামাল জব্দ করা হয়। ছবি: বাসস

সাতক্ষীরা, ১০ মে, ২০২৫ (বাসস) : জেলায় আজ সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও ওষুধ-সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শনিবার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, গাজীপুর, তলুইগাছা, ঘোনা, কালিয়ানী, কুশখালী, কাকডাঙ্গা ও সুলতানপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ও কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল চারাবাড়ি ও শ্মশ্বান ঘাট নামক স্থান হতে ভারতীয় শাড়ি এবং গাজীপুর, ঘোনা ও কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল যথাক্রমে ইউনুসের ঘের, দাতঁভাঙ্গা ও খৈতলা নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। 

এছাড়া কলারোয়া উপজেলার চারাবাড়ি নামক স্থান হতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল ভারতীয় ওষুধ, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী মোড় নামক স্থান হতে ভারতীয় শাড়ি এবং সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল তালসারী নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ৭০ হাজার টাকা। 

এ বিষয়ে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
পিআরের উদ্দেশ্য হলো ‘যদি কিছু পায়’: বিএনপি নেতা সালাহউদ্দিন
নীলফামারীতে চীনের উপহারের হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবগঞ্জে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৬৫
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রস্তুতি ইসির
সম্পর্ক জোরদারে সম্মত জাপান ও দক্ষিণ কোরিয়া
সরকারি খরচে ১২ লাখ ৬১ হাজার ৬৫০ জনকে আইনি সহায়তা
১০