সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ১৯:২১
শনিবার সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় মালামাল জব্দ করা হয়। ছবি: বাসস

সাতক্ষীরা, ১০ মে, ২০২৫ (বাসস) : জেলায় আজ সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও ওষুধ-সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শনিবার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, গাজীপুর, তলুইগাছা, ঘোনা, কালিয়ানী, কুশখালী, কাকডাঙ্গা ও সুলতানপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ও কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল চারাবাড়ি ও শ্মশ্বান ঘাট নামক স্থান হতে ভারতীয় শাড়ি এবং গাজীপুর, ঘোনা ও কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল যথাক্রমে ইউনুসের ঘের, দাতঁভাঙ্গা ও খৈতলা নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। 

এছাড়া কলারোয়া উপজেলার চারাবাড়ি নামক স্থান হতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল ভারতীয় ওষুধ, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী মোড় নামক স্থান হতে ভারতীয় শাড়ি এবং সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল তালসারী নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ৭০ হাজার টাকা। 

এ বিষয়ে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
সম্প্রতি নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের তালিকা
শান্তিতে নোবেল জিতে মাচাদো বললেন ‘আমি হতবাক’
৪২তম জাতীয় জুনিয়র দাবায় চতুর্থ রাউন্ড শেষে তিনজন খেলোয়াড় শীর্ষে
রাজধানীতে র‌্যাবের অভিযানে ১ মাদক কারবারি গ্রেফতার 
বিশ্বজুড়ে বাড়ছে পরমাণু বিদ্যুতের ব্যবহার 
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ২২৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের আহ্বান খেলাফত মজলিসের 
ফিলিপাইনে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত
১০