'গণহত্যাকারী' আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন 

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ১৯:২৭
শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের ও বিচারের দাবিতে কর্মসূচি পালন করা হয়। ছবি: বাসস

ঠাকুরগাঁও, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস) : আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী’ আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় ‘জুলাই যোদ্ধা’ ও আহত-নিহত পরিবারের সদস্যদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ দেশে একচ্ছত্র ক্ষমতার অপব্যবহার করে জনগণের ওপর জুলুম, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। 

তারা বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত বছরের জুলাই মাসে ছাত্রদের গণঅভ্যুত্থানের সময় পরিকল্পিতভাবে গণহত্যা চালিয়েছে।

বক্তারা আরও বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দেশের মানুষের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে। তাদের হাতে বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। এ রাজনৈতিক দলটি এখন জনগণের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে এ দলকে নিষিদ্ধ ঘোষণা করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন ‘জুলাই যোদ্ধা’ সংগঠনের স্থানীয় আহ্বায়ক মো. শহীদুল ইসলাম। 

গণ-আন্দোলনে আহত-নিহত পরিবারের সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাবেশে বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল ঠাকুরগাঁও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে কোরবানিযোগ্য পশু তিন লাখ ৯ হাজার
সাবেক এমপিসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের পাঁচ সদস্য গ্রেফতার
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
সীমান্তে বসবাসকারীদের সচেতনতা ও সতর্কতা বৃদ্ধিতে ঝিনাইদহে বিজিবির মতবিনিময়
মহামানবদের বচন কালেরসীমা অতিক্রম করে মানুষকে সত্যের পথ দেখায় : তারেক রহমান 
পারিবারিক অনুষ্ঠানে গেলেন বেগম খালেদা জিয়া
বিকেএমইএ নির্বাচনে পিকেএ-এর নিরঙ্কুশ জয়
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি : ‘টেকসই শান্তির’ প্রত্যাশা জাতিসংঘ মহাসচিবের
তারুণ্যের উৎসবের প্রচার কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
১০