সিলেট, (শাবিপ্রবি) ১১ মে, ২০২৫(বাসস) : টানা আন্দোলনের মুখে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে সমাবেশে মিলিত হন।
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা খুনি লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশান; এই মুহূর্তে খবর এল, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হলো’, ‘লিগ ধর, জেলে ভর’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ সহ বিভিন্ন স্লোগান দেন।
তাঁরা বলেন, ৫ আগস্টে জনগণের প্রত্যক্ষ প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সামাজিকভাবে প্রত্যাখ্যাত হয়েছিল, আর আজ তা আনুষ্ঠানিকভাবে রাজনৈতিকভাবে নিষিদ্ধ হলো।
সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা আরও বলেন, জুলাই অভ্যুত্থানের ৯ মাস পরে কিছুটা হলেও মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। বাংলাদেশের মানুষ ঠিক করবে আগামীর বাংলাদেশ কোন পথে যাবে। আগামীতেও আওয়ামী লীগের ভূমিকায় যারা অবতীর্ণ হবে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে।
এর আগে শনিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত জানান।