চাঁদপুরে তালগাছ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু

বাসস
প্রকাশ: ১১ মে ২০২৫, ১৭:১১
ছবি : বাসস

চাঁদপুর, ১১ মে, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় নিজ বাড়ির পাশের তালগাছ থেকে পড়ে কালু গাজী (৫৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল ১১টার দিকে সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কালু গাজী ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রশিদের পুত্র। 

নিহত কালু গাজীর পুত্র নয়ন গাজী জানান, তার বাবা আজ সকালে বাড়ির পাশের তালগাছ থেকে তাল পাড়তে উঠেন। হঠাৎ তিনি হাত ফসকে গাছ থেকে পড়ে যান এবং বাম পা ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, গাছ থেকে পড়ে পা ভাঙা অবস্থায় কালু গাজীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল । তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান হাসপাতালে এসে  লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)-এর বরাবর আবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক মতবিনিময় সভা
সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে মিত্রদের প্রতি জেলেনস্কির আহ্বান
নড়াইলে চিত্রশিল্পী এসএম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
দিল্লিতে প্রকাশ্যে শেখ হাসিনা দাবিতে ছড়ানো ভিডিওটি ৭ বছর আগের : রিউমার স্ক্যানার
রংপুরে ভেজাল গুড় উৎপাদনে কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা
পটুয়াখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান নিজামের ইন্তেকাল
নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭১১
জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি : রিজভী
১০