চাঁদপুরে তালগাছ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু

বাসস
প্রকাশ: ১১ মে ২০২৫, ১৭:১১
ছবি : বাসস

চাঁদপুর, ১১ মে, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় নিজ বাড়ির পাশের তালগাছ থেকে পড়ে কালু গাজী (৫৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল ১১টার দিকে সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কালু গাজী ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রশিদের পুত্র। 

নিহত কালু গাজীর পুত্র নয়ন গাজী জানান, তার বাবা আজ সকালে বাড়ির পাশের তালগাছ থেকে তাল পাড়তে উঠেন। হঠাৎ তিনি হাত ফসকে গাছ থেকে পড়ে যান এবং বাম পা ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, গাছ থেকে পড়ে পা ভাঙা অবস্থায় কালু গাজীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল । তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান হাসপাতালে এসে  লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)-এর বরাবর আবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ
ওমানকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের
রাজবাড়ীর গোয়ালন্দে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
নেত্রকোণা খালিয়াজুরীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের ধাক্কা, নিখোঁজ ৪
দাকোপে লজিক প্রকল্পের পানি শোধনাগার পরিদর্শন করলেন ইইউ রাষ্ট্রদূত
ফারহান ফাইয়াজের মতো শহীদদের স্মরণে নতুন করে দেশ গড়ব : শারমীন এস মুরশিদ
বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না : ড. মঈন খান
চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক সৌমিতা
ওমানের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৬০ রান
১০