চাঁদপুরে তালগাছ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু

বাসস
প্রকাশ: ১১ মে ২০২৫, ১৭:১১
ছবি : বাসস

চাঁদপুর, ১১ মে, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় নিজ বাড়ির পাশের তালগাছ থেকে পড়ে কালু গাজী (৫৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল ১১টার দিকে সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কালু গাজী ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রশিদের পুত্র। 

নিহত কালু গাজীর পুত্র নয়ন গাজী জানান, তার বাবা আজ সকালে বাড়ির পাশের তালগাছ থেকে তাল পাড়তে উঠেন। হঠাৎ তিনি হাত ফসকে গাছ থেকে পড়ে যান এবং বাম পা ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, গাছ থেকে পড়ে পা ভাঙা অবস্থায় কালু গাজীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল । তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান হাসপাতালে এসে  লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)-এর বরাবর আবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
পিআরের উদ্দেশ্য হলো ‘যদি কিছু পায়’: বিএনপি নেতা সালাহউদ্দিন
নীলফামারীতে চীনের উপহারের হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবগঞ্জে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৬৫
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রস্তুতি ইসির
সম্পর্ক জোরদারে সম্মত জাপান ও দক্ষিণ কোরিয়া
সরকারি খরচে ১২ লাখ ৬১ হাজার ৬৫০ জনকে আইনি সহায়তা
১০