চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় গাড়ির দুই হেলপার ও নৈশপ্রহরী নিহত

বাসস
প্রকাশ: ১১ মে ২০২৫, ২০:০৯

চট্টগ্রাম, ১১ মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের লোহাগাড়া ও সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। নিহতদের দুজন ট্রাক ও জিপ গাড়ির হেলপার ও একজন নৈশপ্রহরী বলে পুলিশ জানায়।

আজ রোববার দুপুর দেড়টার দিকে লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজান বাংলা বাজারের দক্ষিণে বাহাদুর পাড়া ব্রিক ফিল্ড সংলগ্ন সড়কে কাঠবোঝাই একটি জিপ গাড়ির চাপায় পড়ে নিহত হয় গাড়িটির হেলপার মো. তারেকুল ইসলাম (২৩)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, কাঠবোঝাই জিপ গাড়িটির সামনের চাকা নষ্ট হলে দাঁড়ানো গাড়ি জগ দিয়ে উপরে তুলে চাকা খুলে আরেকটি চাকা পরিবর্তন করতে গেলে জগ স্লিপ করে গাড়িটির চাপা পড়ে যায় হেলপার তারেক। ঘটনাস্থলেই মারা যায় সে। পরে ফায়ার সার্ভিসের লোকজন গাড়ির চাপা থেকে লাশ উদ্ধার করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের একজন ঘটনাস্থলে এবং অন্যজন চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান।

সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমিন জানান, রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি বি এম গেইট সংলগ্ন বানুর বাজার এলাকায় পাশের খালে ময়লা ফেলে বাড়ি ফেরার সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই মারা যান উপজেলার পূর্ব সৈয়দপুর এলাকার বাসিন্দা মো. হাসান (৪৫)। সে পেশায় নৈশপ্রহরী ছিলেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান, শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় ঢাকামুখী একটি কাভার্ডভ্যান সামনে থাকা ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের হেলপার মো. সৈকত (২৬) গাড়ি থেকে ছিটকে পড়ে যান এবং নিজের কাভার্ডভ্যানের চাপায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। পৃথক তিন সড়ক দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাগেরহাটের ফকিরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক বজ্রপাতে ৫ জনের মৃত্যু
গেজেট পাইনি, পাওয়ার পর আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
যুদ্ধবিরতির সময়সীমা সত্ত্বেও ইউক্রেনে রাশিয়ার ১০৮টি হামলা
ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন ডেম্বেলে
মধ্যরাতে তিন কৃষকের পানের বরজ আগুনে পুড়ে ছাই
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফৌজদারি বিচারের জন্য আবারও আদালতে হাজির
রোমাঞ্চকর এল ক্লাসিকো জিতে শিরোপার দ্বারপ্রান্তে বার্সেলোনা
বগুড়ার আম গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু
দুই গোলে পিছিয়ে থেকেও লিভারপুলের সাথে ড্র করলো আর্সেনাল, নিউক্যাসলের কাছে হেরেছে চেলসি
১০