কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু, আহত ১

বাসস
প্রকাশ: ১১ মে ২০২৫, ২০:২৭

কিশোরগঞ্জ, ১১ মে, ২০২৫ (বাসস) : কিশোরগঞ্জে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে তিন কৃষক নিহত ও  একজন আহত হয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব, কুলিয়ারচর ও হোসেনপুর উপজেলায় বজ্রপাতে হতাহতের ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন, জেলার ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৮) ও একই উপজেলার রসুলপুর গ্রামের আফছর উদ্দিন মিয়ার ছেলে ফারুক মিয়া (৬৫)। কুলিয়ারচর উপজেলার হাজারি নগর গ্রামের সফিকুল ইসলাম সফু মিয়ার ছেলে কবির মিয়া (২৫)। এছাড়া আহত হয়েছেন  জেলার হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া গ্রামের আবু বকর (৬০)।

জানা গেছে, টানা তিনদিন ধরে কিশোরগঞ্জে মাঝারি তাপদাহ চলছিল। আজ বিকেলের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে তার সাথে শুরু হয় বজ্রপাত। এ সময় জমিতে কাজ করছিলেন ওই তিন কৃষক। বজ্রপাতে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত  চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক  ডা. উম্মে হাবিবা জুঁই জানান, বজ্রপাতে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো জানান, হোসেনপুর উপজেলা সদরের কুড়িঘাট এলাকায় বজ্রপাতে আহত হন আড়াইবাড়িয়া গ্রামের আবু বকর। স্থানীয়রা তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুদ্ধবিরতির পর কাশ্মীরে ‘প্রথম শান্ত রাত’: ভারতীয় সেনাবাহিনী
রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির
দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট পদে নির্বাচনী প্রচারণা শুরু
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিল
জুলাই শহিদ মুগ্ধ’র মাসহ ৩১ মা পেলেন রত্নগর্ভা মা সম্মাননা 
মার্কিন ওষুধের দাম কমানোর লক্ষ্যে আদেশে স্বাক্ষর করবেন ট্রাম্প
জিম্মি মুক্তির ঘোষণা হামাসের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় অগ্রগতি
নারীকে জোরপূর্বক ধর্মান্তরিত করে বিয়ে করার খবরটি ভুয়া : বাংলাফ্যাক্ট
জুলাই অভ্যুত্থান পরবর্তী জনগণের আকাঙ্ক্ষা পূরণই এ সরকারের অন্যতম লক্ষ্য : উপদেষ্টা আসিফ মাহমুদ
১০