শেরপুর, ১২ মে, ২০২৫ (বাসস) : জেলার নালিতাবাড়ীতে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যা ৬ টায় উপজেলার আন্ধারুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত শ্রমিকের নাম খবির উদ্দীন (৪৫)। তিনি উপজেলার কাপাশিয়া এলাকার জালাল উদ্দীনের ছেলে।
জানা যায়, রোববার সকালে উপজেলার কাপাশিয়া এলাকা থেকে ১২ জন কৃষি শ্রমিকের একটি দল আন্ধারুপাড়া এলাকায় ধান কাটতে আসে। এদিকে বিকেল বেলায় বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। পরে সন্ধ্যা ৬ টার কৃষি শ্রমিকরা কাটা ধানের আটি বাঁধতে থাকলে বজ্রপাতে খবির উদ্দীন নামে এক কৃষি শ্রমিকের ঘটনাস্থলে মৃত্যু হয়। এঘটনায় সকুল উদ্দীন নামে অপর এক কৃষি শ্রমিক আহত হয়।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত অপর কৃষি শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।