ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক বজ্রপাতে ৫ জনের মৃত্যু

বাসস
প্রকাশ: ১২ মে ২০২৫, ১৪:০৭

ব্রাহ্মণবাড়িয়া, ১২ মে, ২০২৫ (বাসস) : জেলায় পৃথক স্থানে বজ্রপাতে শিশুসহ ৫জনের মৃত্যু হয়েছে। এসময় আরও এক নারী আহত হয়েছে। 

গতকাল রোববার জেলার নাসিরনগর ও আখাউড়ার বিভিন্ন এলাকায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলো, শামছুল হক (৬৫), আব্দুর রাজ্জাক (৪০), জাকিয়া বেগম (৮), মো. সেলিম মিয়া (৬৪) ও মো. জমির খান (২২)।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন জানান, বিকেলে বজ্রপাতে উপজেলায় তিনজন মৃত ও একজন আহত হয়েছেন। এরমধ্যে গরু আনতে গিয়ে উপজেলার গোকর্ণ ভাঙা ব্রিজ এলাকার মৃত আব্দুস সালামের ছেলে শামসুল হক, টেকানগর এলাকায় ধান কাটতে গিয়ে আব্দুর রাজ্জাক ও উঠানে খেলা করার সময় ভলাকুটের দুর্গাপুর গ্রামে জাকিয়া বেগম নামে এক শিশুর মৃত্যু হয়েছেন। এসময় একই গ্রামের হামিদা বেগম (৪৫) নামে এক নারী বজ্রপাতে গুরুতর আহত হয়।

এদিকে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, উপজেলার ধরখার ইউনিয়নের রুটি নুরপুর এলাকায় জমিতে কাজ করার সময় মো. সেলিম মিয়া নামে এক বৃদ্ধ ও একই ইউনিয়নের বনগজ গ্রামের মো. জমির খান (২২) এক যুবক মারা গেছেন। এসময় দুটি গরুও মারা গেছে।


 

 

Page Load Time : 0.01 SEC

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে ইসি
১১ বছর পর খালাস পেলেন বিএনপি নেতা দুলুসহ ৪৫ জন
ঢাবির কলা ভবন সংলগ্ন রাস্তা ও লিফট সংস্কারের কাজ পরিদর্শনে উপাচার্য
সিলেটে দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু
মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরবের পথে ট্রাম্প
মার্কিন-ইসরাইলি নাগরিক এদান আলেকজান্ডারকে মুক্তি দেওয়র দাবি হামাসের
যুদ্ধবিরতি নিয়ে ইউরোপীয় নেতাদের ‘আল্টিমেটাম’ প্রত্যাখ্যান ক্রেমলিনের
মানবসেবার মন-মানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা
চার দশকের সশস্ত্র সংগ্রামের সমাপ্তি টানল পিকেকে, সংগঠন বিলুপ্ত ঘোষণা
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাজের প্রশংসা করেছেন আরএফকে প্রতিনিধিদল
১০