নওগাঁয় আম সংগ্রহ শুরু ২২ মে  

বাসস
প্রকাশ: ১২ মে ২০২৫, ১৬:১৭
২২ মে থেকে আম সংগ্রহ শুরু। ছবি : বাসস

নওগাঁ, ১২ মে ২০২৫ (বাসস): জেলায় আগামী ২২ মে থেকে আম সংগ্রহ শুরু হবে। তবে, নওগাঁয় সবচেয়ে বেশি উৎপাদিত ‘আম রুপালি’ বাজারে আসবে ১৮জুন। আর জিআই স্বীকৃতি পাওয়া নওগাঁর নাক ফজলি আম বাজারে পাওয়া যাবে ৫ জুন থেকে।

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম সংগ্রহের সময়সূচি নির্ধারন সংক্রান্ত এক সভা শেষে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এ সময়সূচি ঘোষনা করেন।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে আয়োজিত এ সভায় অন্যান্যের মধ্যে জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদসহ জেলা সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা, ব্যবসায়ী ও আম চাষীরা উপস্থিত ছিলেন। 

প্রশাসনের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী ২২মে থেকে গুটি বা স্থানীয় জাতের আম, ২৮মে থেকে গোপালভোগ, ২ জুন ক্ষীরসাপাত ও হিমসাগর, ৫ জুন নাক ফজলি, ১০ জুন ল্যাংড়া ও হাঁড়িভাঙা, ২৫ জুন ফজলি, ১৮জুন আম রুপালি, ২৫ জুন ব্যানানা ম্যাংগো এবং আগামী ১০জুলাই থেকে আশ্বিনা, বারি-৪, গৌড়মতি ও কাটিমন আম সংগ্রহ করা যাবে। 

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই অপরিপক্ক আম সংগ্রহ কিংবা বাজারে তোলা যাবে না। তবে সময়ের আগে আবহাওয়ার কারনে আম পরিপক্ব হলে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের নির্দেশনা অনুযায়ী আম চাষিরা তারিখ পুনর্নিধারন করে সময়ের আগে আম সংগ্রহ করতে পারবেন।

জেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, নওগাঁ জেলায় এ বছর ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। যা থেকে তিনলাখ ৬৬ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১১ বছর পর খালাস পেলেন বিএনপি নেতা দুলুসহ ৪৫ জন
ঢাবির কলা ভবন সংলগ্ন রাস্তা ও লিফট সংস্কারের কাজ পরিদর্শনে উপাচার্য
সিলেটে দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু
মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরবের পথে ট্রাম্প
মার্কিন-ইসরাইলি নাগরিক এদান আলেকজান্ডারকে মুক্তি দেওয়র দাবি হামাসের
যুদ্ধবিরতি নিয়ে ইউরোপীয় নেতাদের ‘আল্টিমেটাম’ প্রত্যাখ্যান ক্রেমলিনের
মানবসেবার মন-মানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা
চার দশকের সশস্ত্র সংগ্রামের সমাপ্তি টানল পিকেকে, সংগঠন বিলুপ্ত ঘোষণা
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাজের প্রশংসা করেছেন আরএফকে প্রতিনিধিদল
বড় সাফল্য পেতে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় দৃষ্টি লিটনের
১০