নেত্রকোনা, ১২ মে ২০২৫ (বাসস) : সোমবার গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বিকেল তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গনঅভ্যুত্থানে আহত ৫৫ জন জুলাই যোদ্ধা উপস্থিত থেকে চেক গ্রহণ করেন।
নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাংবাদিক আলপনা বেগম, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক প্রীতম সোহাগ ও সদস্য ফাহিম খান পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন।