মুন্সীগঞ্জ, ১২ মে ২০২৫ (বাসস) : জেলার সিরাজদিখান উপজেলায় আজ পানিতে ডুবে আয়াতুল খান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকালে জেলার সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের দক্ষিণ খিদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু আয়াতুল খান সিরাজদিখান উপজেলার দক্ষিণ খিদিরপুর গ্রামের জাহিদ খানের ছেলে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ আল মামুন জানান, সোমবার সকাল ৮ টায় শিশু আয়াতুল খান সবার অজ্ঞাতে তার নানিকে খুঁজতে ঘর থেকে বের হয় এবং বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে একপর্যায়ে বাড়ির লোকজন শিশুটিকে ডোবায় ভাসতে দেখেন। গুরুতর অবস্থায় শিশু আয়াতুল খানকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশু আয়াতুল খানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।