জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে তৌহিদ বার্লিনের উদ্দেশ্যে রওনা হয়েছেন

বাসস
প্রকাশ: ১২ মে ২০২৫, ১৯:২২
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস): পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জার্মান রাজধানীতে ১৩-১৪ মে অনুষ্ঠাতব্য জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে আজ বার্লিনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। 

জার্মানির ফেডারেল পররাষ্ট্র দপ্তর এবং ফেডারেল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে যৌথভাবে আয়োজিত দুই দিনের উচ্চ-পর্যায়ের এ সম্মেলন জাতিসংঘের ৮০তম বার্ষিকীর প্রাক্কালে এবং শান্তিরক্ষা বিষয়ক নেতাদের শীর্ষ সম্মেলনের এক দশক পূর্তিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত।

বার্লিন মন্ত্রী পর্যায়ের এই সম্মেলনের লক্ষ্য সদস্য রাষ্ট্রগুলির জন্য জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা, জরুরি চ্যালেঞ্জ মোকাবেলা করা এবং সংস্থার সক্ষমতা ও কর্মক্ষমতা উন্নয়নের লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ঘোষণা করার জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করা। 

এই সম্মেলনে শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষা জোরদার এবং বিশ্বব্যাপী জাতিসংঘ মিশনের সামগ্রিক কার্যকারিতা উন্নত করার উপরও আলোকপাত করা হবে।

প্রতিনিধিরা প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহায়তা সম্পর্কিত গুরুত্বপূর্ণ অঙ্গীকার করবেন বলে আশা করা হচ্ছে।

জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলির প্রতিশ্রুতির প্রতি সমর্থন দেয়ার জন্য বিশেষ করে অপারেশনাল প্রস্তুতি, চিকিৎসা সহায়তা এবং লিঙ্গ-সংবেদনশীল শান্তিরক্ষার মতো ক্ষেত্রগুলিতে অংশীদারিত্ব গঠন করতে উৎসাহিত করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেধাবী শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হতে হবে : মনির হায়দার
সারাদেশে অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা
রাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
নিরাপত্তা চুক্তির বিষয়ে ইসরাইলের সঙ্গে আলোচনা চলছে: সিরিয়ার প্রেসিডেন্ট 
নতুন ঋণের ধাক্কায় ফ্রান্সের ক্রেডিট রেটিং কমিয়েছে ফিচ
গাজায় ইসরাইলের হামলায় নিহত আরও ৫০
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০
বগুড়ায় বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
পুরোনো ভিডিও দিয়ে ছাত্রদল-শিবিরের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির গণসংযোগ ও খেলাধুলার সামগ্রী বিতরণ
১০