জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে তৌহিদ বার্লিনের উদ্দেশ্যে রওনা হয়েছেন

বাসস
প্রকাশ: ১২ মে ২০২৫, ১৯:২২
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস): পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জার্মান রাজধানীতে ১৩-১৪ মে অনুষ্ঠাতব্য জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে আজ বার্লিনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। 

জার্মানির ফেডারেল পররাষ্ট্র দপ্তর এবং ফেডারেল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে যৌথভাবে আয়োজিত দুই দিনের উচ্চ-পর্যায়ের এ সম্মেলন জাতিসংঘের ৮০তম বার্ষিকীর প্রাক্কালে এবং শান্তিরক্ষা বিষয়ক নেতাদের শীর্ষ সম্মেলনের এক দশক পূর্তিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত।

বার্লিন মন্ত্রী পর্যায়ের এই সম্মেলনের লক্ষ্য সদস্য রাষ্ট্রগুলির জন্য জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা, জরুরি চ্যালেঞ্জ মোকাবেলা করা এবং সংস্থার সক্ষমতা ও কর্মক্ষমতা উন্নয়নের লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ঘোষণা করার জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করা। 

এই সম্মেলনে শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষা জোরদার এবং বিশ্বব্যাপী জাতিসংঘ মিশনের সামগ্রিক কার্যকারিতা উন্নত করার উপরও আলোকপাত করা হবে।

প্রতিনিধিরা প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহায়তা সম্পর্কিত গুরুত্বপূর্ণ অঙ্গীকার করবেন বলে আশা করা হচ্ছে।

জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলির প্রতিশ্রুতির প্রতি সমর্থন দেয়ার জন্য বিশেষ করে অপারেশনাল প্রস্তুতি, চিকিৎসা সহায়তা এবং লিঙ্গ-সংবেদনশীল শান্তিরক্ষার মতো ক্ষেত্রগুলিতে অংশীদারিত্ব গঠন করতে উৎসাহিত করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০