সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি, বোরকা ও ওষুধ জব্দ 

বাসস
প্রকাশ: ১২ মে ২০২৫, ২০:০৯

সাতক্ষীরা, ১২ মে, ২০২৫ (বাসস) : জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, বোরকা, ওষুধ ও মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ঘোনা, তলুইগাছা, কালিয়ানী, কুশখালী, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী বিওপির বিশেষ অভিযানিক দল ছয়ঘরিয়া নামক স্থান হতে এককেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা, ঝাউডাঙ্গা বিওপির বিশেষ অভিযানিক দল চেকপোস্ট এলাকা হতে ভারতীয় শাড়ি ও বোরকা এবং ঘোনা, কালিয়ানি ও তলুইগাছা বিওপির পৃথক তিনটি অভিযানিক দল সীমান্তের দাঁতভাঙ্গাবিল, খৈতলা ও শালবাগান নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করেন।  

এছাড়া কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির বিশেষ অভিযানিক দল কেড়াগাছি সীমান্ত থেকে ভারতীয় ওষুধ এবং মাদরা বিওপির বিশেষ অভিযানিক দল রাজপুর সীমান্ত থেকে শাড়ি জব্দ করেন। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ছয়লাখ ৬৬ হাজার ৫৪৫ টাকা। 

বিজিবি’র সাতক্ষীরার ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০