সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি, বোরকা ও ওষুধ জব্দ 

বাসস
প্রকাশ: ১২ মে ২০২৫, ২০:০৯

সাতক্ষীরা, ১২ মে, ২০২৫ (বাসস) : জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, বোরকা, ওষুধ ও মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ঘোনা, তলুইগাছা, কালিয়ানী, কুশখালী, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী বিওপির বিশেষ অভিযানিক দল ছয়ঘরিয়া নামক স্থান হতে এককেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা, ঝাউডাঙ্গা বিওপির বিশেষ অভিযানিক দল চেকপোস্ট এলাকা হতে ভারতীয় শাড়ি ও বোরকা এবং ঘোনা, কালিয়ানি ও তলুইগাছা বিওপির পৃথক তিনটি অভিযানিক দল সীমান্তের দাঁতভাঙ্গাবিল, খৈতলা ও শালবাগান নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করেন।  

এছাড়া কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির বিশেষ অভিযানিক দল কেড়াগাছি সীমান্ত থেকে ভারতীয় ওষুধ এবং মাদরা বিওপির বিশেষ অভিযানিক দল রাজপুর সীমান্ত থেকে শাড়ি জব্দ করেন। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ছয়লাখ ৬৬ হাজার ৫৪৫ টাকা। 

বিজিবি’র সাতক্ষীরার ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপন স্পষ্ট করতে সরকারের বিবৃতি
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ
ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম গ্রেফতার
রাশিয়া-ইউক্রেন বৈঠকে অংশ নিতে তুরস্কে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প
রাজুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইলেন ছাত্রদল, বাগছাস ও ছাত্র ইউনিয়ন
রাজশাহীতে পুলিশের অভিযানে ৭৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার
শেয়ারবাজারের সূচক টানা বাড়ছে
জুলাই কন্যাদের সাহসিকতা শেখায় কীভাবে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হয়: শারমীন এস মুরশিদ
শান্তি ও সম্প্রীতির বন্ধনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার
ফ্যাসিস্ট শাসকের পলায়নের মাধ্যমে গণতন্ত্রের প্রাথমিক বিজয় নিশ্চিত হয়েছে : আলী রীয়াজ
১০