রাঙ্গামাটি, ১২ মে, ২০২৫ (বাসস): বাংলাদেশ ব্যাংক আজ রাঙ্গামাটি জেলার প্রান্তিক কৃষক, নিম্ন আয়ের পেশাজীবীসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ১ কোটি টাকা ঋণ বিতরণ করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন প্রকল্পের আওতায় ১০ টাকা, ৫০ টাকা এবং ১০০ টাকার অ্যাকাউন্টধারীদের মধ্যে এই ঋণ বিতরণ করা হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিমের সভাপতিত্বে জেলা পরিষদ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পেইন ঋণ বিতরণ করেন।
ঋণ বিতরণ অনুষ্ঠানে ২১টি ব্যাংকের মাধ্যমে ২৫ জন ঋণগ্রহীতার মধ্যে মোট ১ কোটি টাকা বিতরণ করা হয়।