সিলেটে দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু

বাসস
প্রকাশ: ১২ মে ২০২৫, ২২:১৬

সিলেট, ১২ মে ২০২৫ (বাসস) : সিলেটে দুর্ঘটনায় দুই পাথর শ্রমিক মারা গেছেন। আজ সোমবার জেলার জৈন্তাপুর ও গোয়াইনঘাটে বালু-পাথর উত্তোলনের সময় এই দুর্ঘটনা ঘটে।

জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার ৪ নম্বর বাংলা বাজারে বালু লোডিংয়ের সময় ফেলুডার চাপায় মো. কামাল হোসেন (৫০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কামাল জৈন্তাপুর ইউনিয়নের টিলাবাড়ী গ্রামের মৃত জুজু মিয়া পুত্র।

ওসি জানান, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল প্রস্তুত করছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার পর হতে ফেলুডার চালক সাদ্দাম(২৮) পলাতক  রয়েছে।

এদিকে, গোয়াইনঘাট উপজেলার ইসিএ ঘোষিত সংকটাপন্ন এলাকা জাফলংয়ে পিয়াইন নদীতে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে পানিতে ডুবে রজব আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রজব আলী (৪০) জাফলং ইউনিয়নের বরবন হাওর গ্রামের রহমত উল্লাহর ছেলে।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে জাফলংয়ের নয়াবস্তি এলাকায় পিয়াইন নদীর মাঝ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ জানান, জাফলং পিয়াইন নদীতে পাথর তুলতে গিয়ে পানিতে ডুবে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। লাশের সুরতাহল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়না তদন্ত ছাড়া দাফনের আবেদন অনুমতি সাপেক্ষে রজব আলীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপন স্পষ্ট করতে সরকারের বিবৃতি
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ
ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম গ্রেফতার
রাশিয়া-ইউক্রেন বৈঠকে অংশ নিতে তুরস্কে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প
রাজুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইলেন ছাত্রদল, বাগছাস ও ছাত্র ইউনিয়ন
রাজশাহীতে পুলিশের অভিযানে ৭৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার
শেয়ারবাজারের সূচক টানা বাড়ছে
জুলাই কন্যাদের সাহসিকতা শেখায় কীভাবে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হয়: শারমীন এস মুরশিদ
শান্তি ও সম্প্রীতির বন্ধনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার
ফ্যাসিস্ট শাসকের পলায়নের মাধ্যমে গণতন্ত্রের প্রাথমিক বিজয় নিশ্চিত হয়েছে : আলী রীয়াজ
১০