১১ বছর পর খালাস পেলেন বিএনপি নেতা দুলুসহ ৪৫ জন

বাসস
প্রকাশ: ১২ মে ২০২৫, ২৩:১৫
ছবি: বাসস

লালমনিরহাট, ১২ মে, ২০২৫ (বাসস): লালমনিরহাটে গায়েবি মামলা থেকে মুক্তি পেল বিএনপি নেতাকর্মীরা। দীর্ঘ প্রায় ১১ বছর পর খালাস পেলেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ দলের ৪৫ নেতাকর্মী।

আজ সোমবার দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদিব আলী আলোচিত মামলার সব আসামিকে বেকসুর খালাস দেন।

২০১৫ সালের ৬ জানুয়ারি বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিমুলতলায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে খুঁটি পুঁতে পাকা রাস্তা নষ্টের অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়। 

পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় দায়ের করা ওই মামলায় বিএনপি নেতা দুলুসহ ৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ থেকে ৫৫০ নেতাকর্মীকে আসামি করা হয়।

মামলার বিবরণে বলা হয়, অবরোধ চলাকালে বিএনপি নেতাকর্মীরা কুড়াল, কোদাল, সাবল, খুন্তিসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে মহাসড়কে খুঁটি পুঁতে এবং খননকাজ চালিয়ে রাস্তার কার্যকারিতা নষ্ট করেন। এতে সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগও আনা হয়।

রায়ের পর প্রতিক্রিয়ায় বিএনপি নেতা দুলু বলেন, ‘এটি একটি গায়েবি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা ছিল। সরকার আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে পরিকল্পিতভাবে এই মামলাগুলো করেছিল। আজ আমরা আদালত থেকে ন্যায়বিচার পেয়েছি।’

অন্যদিকে মামলার সরকারি পক্ষের আইনজীবী কেএম হুমায়ুন রেজা স্বপন বলেন, ‘এই মামলা হয়রানিমূলক হওয়ায় ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারায় যুক্তি উপস্থাপন করে সব আসামিকে খালাস দেওয়ার অনুরোধ জানানো হয়। আদালত যুক্তিগুলো গ্রহণ করে রায় দেন।’

এই রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা একটি আলোচিত মামলার অবসান হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০