কোরবানি সামনে রেখে সিরাজগঞ্জে দেশীয় পদ্ধতিতে ষাঁড় মোটাতাজা করছে খামারিরা

বাসস
প্রকাশ: ১২ মে ২০২৫, ২৩:৩৯
ছবি: বাসস

সিরাজগঞ্জ, ১২ মে, ২০২৫ (বাসস): কোরবানি ঈদকে সামনে রেখে প্রতি বছরের মত এবারও সিরাজগঞ্জের বেশ কয়েকটি উপজেলায় বিভিন্ন খামারে দেশীয় পদ্ধতিতে ষাঁড় মোটাতাজা করা হচ্ছে।

প্রাকৃতিক উপায়ে কাঁচা ঘাস, খড়, ভুষি, ডালের গুঁড়া, ভাত, খৈল সহ বিভিন্ন দানাদার খাদ্য খাইয়ে ষাঁড় মোটাতাজা করছেন গো-খামারিরা। আর এ সকল ষাঁড় মোটাতাজা করতে খামারিদের প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে সার্বিক সহযোগিতা করছে জেলা প্রাণি সম্পদ বিভাগ।

প্রতিদিন ভোর থেকে শুরু করে সারাদিন বিভিন্ন ভাবে পরিচর্যা করে এক একটি গরুকে পরম যত্নে লালন পালন করছেন প্রান্তিক খামারিরা। প্রতি বছরই ঈদ-উল-আযহাকে সামনে রেখে জেলার সদর, বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়াসহ বেশ কয়েকটি উপজেলাতে বিভিন্ন জাতের ষাঁড়, মহিষ, ভেড়া, গাড়লসহ বিদেশি জাতের ছাগল মোটাতাজা করণ করা হয়। এবছরও প্রাকৃতিক উপায়ে সবুজ ঘাস, খড়, বিভিন্ন প্রকারের ভূষি, ভাত, খৈলসহ অন্যান্য দানাদার খাদ্য খাইয়ে ষাঁড় মোটাতাজা করেছেন বড় ও ছোট প্রান্তিক খামারিরা। আর এসব পশু সিরাজগঞ্জ জেলার চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। কিন্তু  খামারিরা অভিযোগ করেছেন, বিগত কয়েক বছর ধরে তারা লোকসানে পড়ে অনেক খামার বন্ধ করে দিয়েছেন ।

গো-খামারি আব্দুস সালাম বলেন, গো খাদ্যের দাম বেশি হওয়ায় গরুর দাম নিয়ে চিন্তিত রয়েছি। তবে এবারের কোরবানি ঈদে ভারত থেকে গরু না আসলে আমরা অনেকটাই লাভবান হতে পারব।

সিরাজগঞ্জ জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: এ কে এম আনোয়ারুল হক বলেন, ষাঁড়সহ বিভিন্ন ধরনের গবাদি পশু মোটাতাজা করতে খামারিদের প্রশিক্ষণসহ বিভিন্ন পরামর্শ দেয়া হয়েছে। এ বছর জেলায় ১ লক্ষ ৮৫ হাজার গরু, ৩ লক্ষ ৯৯ হাজার ছাগল, ৪ হাজার মহিষ ও ৬৭ হাজার ভেড়াসহ প্রায় সাড়ে ৬ লক্ষাধিক পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৩ হাজার কোটি টাকারও বেশি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহেশখালী-মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর মাছ রপ্তানি বাড়াবে
সমাজে বৈষম্য উত্তরণের কথা শাহ আব্দুল করিমের গানে ওঠে এসেছে
জাবিতে আগামীকাল ক্লাস-পরীক্ষা বন্ধ
ঝিনাইদহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র মতবিনিময় সভা
সামাজিক অবক্ষয় ও পারিবারিক সংগ্রামের মঞ্চ নাটক ‘গগনে গর্জিছে’
ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী চারজনসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেফতার
খুলনার ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের পথ খোঁজা হচ্ছে
লক্ষ্মীপুরে শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ১৯ গুণী শিল্পী
চট্টগ্রাম বন্দরে কনটেইনার থেকে মালামাল চুরি, ট্রাকসহ ১জন গ্রেপ্তার
খুলনায় এ বছর ভোটার বেড়েছে ৭৮ হাজার ৩৭২ জন
১০