আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১১:০৬
আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজ বেগম। ফাইল ছবি

ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস):  আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার রাতে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে।

আজ তাকে আদালতের সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন শিল্পী মমতাজ বেগম।

আর ২০১৪ সালে মানিকগঞ্জ-২ আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয় সংসদে গান গেয়ে মমতাজ বেগম বিভিন্ন সময় আলোচনা-সমালোচনার জন্ম দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে প্রস্তুত চট্টগ্রাম
আইভীকে গ্রেফতারে বাঁধা দেওয়ার ঘটনায় পুলিশের মামলা : ৩ জন গ্রেফতার
চট্টগ্রাম বন্দর নিয়ে আওয়ামী লীগ সরকারের সব চুক্তি স্থগিতের আহবান চরমোনাই পীরের 
চলমান প্রকল্পগুলোতে পিকেএসএফ’কে সহায়তার প্রতিশ্রুতি জাইকা’র
বর্জ্য থেকে গ্যাস উৎপাদনে চসিক-বিএন্ডএফ সমঝোতা স্মারক স্বাক্ষর
জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
পুলিশের কাছে মারণাস্ত্র থাকবে না, তাদের কাছে শর্টগান থাকতে পারে : আইজিপি  
অধ্যাপক আলী রীয়াজের সাথে কার্টার সেন্টারের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টরের বৈঠক অনুষ্ঠিত 
শরীয়তপুরে গণঅভ্যুত্থানে ১১ শহীদের পরিবারের মধ্যে সঞ্চয়পত্র বিতরণ   
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষামূলকভাবে ই-কার সেবা চালু
১০