রাঙ্গামাটি, ১৩ মে, ২০২৫ (বাসস) : কর্ণফুলী নদীতে ড্রেজিংয়ের কাজ শুরুর জন্য আজ ভোর ৬টা থেকে জেলার কাপ্তাই উপজেলার রাঙ্গামাটি-চন্দ্রঘোনা-রাইখালী- বান্দরবান নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার ভোর ৬টা থেকে আগামী রোববার (১৮ মে) ভোর ৫টা পর্যন্ত পাঁচ দিন এই ফেরি চলাচল বন্ধ থাকবে বলে বাসসকে নিশ্চিত করেছেন জেলা সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।
তিনি জানান, ‘ফেরি পারাপারের পথে কর্ণফুলি নদীতে পলি জমার কারণে বিভিন্ন সময়ে ফেরি চলাচল বন্ধ থাকে, এসময় জনসাধারণকে ভোগান্তিতে পড়তে হয়।
তাই ড্রেজিং করে ফেরি পারাপারের পথের পলি সরানোর উদ্যোগ নেয়া হয়েছে। ফেরিতে যানবাহন চলাচলের সুবিধার্থে আপাতত কর্ণফুলী নদীর পাটাতনের দুটি অংশে ড্রেজিংয়ের কাজ চলবে। এ কারণে ওই রুটে পাঁচ দিন ফেরি চলাচল বন্ধ রাখা হবে বলে জানান তিনি।
তবে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হলেও এ সময় বিকল্প সড়ক হিসেবে রাঙ্গুনিয়া-বাঙালহালিয়া (সুখবিলাশ) সড়ক ব্যবহার করার জন্য জেলা সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের পক্ষ থেকে সকলকে অনুরোধ জানানো হয়েছে।