রাঙ্গামাটি-বান্দরবান রুটে ৫ দিন ফেরি চলাচল বন্ধ

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৪:১১
কর্ণফুলী নদীতে ড্রেজিংয়ের কাজের জন্য রাঙ্গামাটি-বান্দরবান রুটে ৫ দিন ফেরি চলাচল বন্ধ। ছবি: বাসস

রাঙ্গামাটি, ১৩ মে, ২০২৫ (বাসস) : কর্ণফুলী নদীতে ড্রেজিংয়ের কাজ শুরুর জন্য আজ ভোর ৬টা থেকে জেলার কাপ্তাই উপজেলার রাঙ্গামাটি-চন্দ্রঘোনা-রাইখালী- বান্দরবান নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার ভোর ৬টা থেকে আগামী রোববার (১৮ মে) ভোর ৫টা পর্যন্ত পাঁচ দিন এই ফেরি চলাচল বন্ধ থাকবে বলে বাসসকে নিশ্চিত করেছেন জেলা সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।

তিনি জানান, ‘ফেরি পারাপারের পথে কর্ণফুলি নদীতে পলি জমার কারণে বিভিন্ন সময়ে ফেরি চলাচল বন্ধ থাকে, এসময় জনসাধারণকে  ভোগান্তিতে পড়তে হয়।

তাই ড্রেজিং করে ফেরি পারাপারের পথের পলি সরানোর উদ্যোগ নেয়া হয়েছে। ফেরিতে যানবাহন চলাচলের সুবিধার্থে আপাতত কর্ণফুলী নদীর পাটাতনের দুটি অংশে ড্রেজিংয়ের কাজ চলবে। এ কারণে ওই রুটে পাঁচ দিন ফেরি চলাচল বন্ধ রাখা হবে বলে জানান তিনি।

তবে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হলেও এ সময় বিকল্প সড়ক হিসেবে রাঙ্গুনিয়া-বাঙালহালিয়া (সুখবিলাশ) সড়ক ব্যবহার করার জন্য জেলা সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের পক্ষ থেকে সকলকে অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহেশখালী-মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর মাছ রপ্তানি বাড়াবে
সমাজে বৈষম্য উত্তরণের কথা শাহ আব্দুল করিমের গানে ওঠে এসেছে
জাবিতে আগামীকাল ক্লাস-পরীক্ষা বন্ধ
ঝিনাইদহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র মতবিনিময় সভা
সামাজিক অবক্ষয় ও পারিবারিক সংগ্রামের মঞ্চ নাটক ‘গগনে গর্জিছে’
ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী চারজনসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেফতার
খুলনার ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের পথ খোঁজা হচ্ছে
লক্ষ্মীপুরে শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ১৯ গুণী শিল্পী
চট্টগ্রাম বন্দরে কনটেইনার থেকে মালামাল চুরি, ট্রাকসহ ১জন গ্রেপ্তার
খুলনায় এ বছর ভোটার বেড়েছে ৭৮ হাজার ৩৭২ জন
১০