গণঅভ্যুত্থানে আহত যশোরের এনামের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৪:৪৫
ছবি : বাসস

যশোর, ১৩ মে, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত যশোরের যুবক এনাম সিদ্দিকীর (৩০) চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ মঙ্গলবার দুপুরে দলটির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জেলার সদর উপজেলার এনায়েতপুরে এনাম সিদ্দিকীর বাড়িতে যান। নেতৃবৃন্দ তারেক রহমানের পক্ষ থেকে এনাম সিদ্দিকীর হাতে আর্থিক অনুদানের টাকা তুলে দেন। 

আহত এনাম সিদ্দিকী জানান, গত ৪ আগস্ট রাজধানীর উত্তরায় আন্দোলনে অংশ নেয়ার সময় পুলিশ তার মাথায় গুলি করে। বেশ কিছুদিন ঢাকায় চিকিৎসার পর আর্থিক সংকটের কারণে পরিবারের সদস্যরা তাকে যশোরে বাড়িতে নিয়ে আসেন। ডাক্তাররা বলেছেন, তিনি কখনোই পুরোপুরি সুস্থ হতে পারবেন না। এ অবস্থায় তারেক রহমান ও বিএনপি তার পাশে দাঁড়ানোয় তিনি খুশি হয়েছেন ও মনোবল ফিরে পেয়েছেন।

এ সময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে এনাম সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। এনামকে যশোর নিয়ে আসার পর জেলা বিএনপি তার অসুস্থতার বিষয়টি জানতে পারে। এরপর থেকে তার চিকিৎসার সব ব্যয় বিএনপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এখন থেকে তার চিকিৎসার দায়িত্ব তারেক রহমান নিয়েছেন। 

অমিত বলেন, এনাম কখনোই পুরোপুরি সুস্থ হতে পারবে না বলে ডাক্তাররা জানিয়ে দিয়েছেন। তার ছোট একটি মেয়ে, স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা আছে। তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে।  

আহত এনাম সিদ্দিকীর বাড়িতে বিএনপির দুই কেন্দ্রীয় নেতার সাথে জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, জেলা যুবদলের সভাপতি আনছারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগরসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
পুলিশের কাছে মারণাস্ত্র থাকবে না, তাদের কাছে শর্টগান থাকতে পারে : আইজিপি  
অধ্যাপক আলী রীয়াজের সাথে কার্টার সেন্টারের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টরের বৈঠক অনুষ্ঠিত 
শরীয়তপুরে গণঅভ্যুত্থানে ১১ শহীদের পরিবারের মধ্যে সঞ্চয়পত্র বিতরণ   
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষামূলকভাবে ই-কার সেবা চালু
চবির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার
বাংলাদেশে ‘পাকিস্তানপন্থা’ বলে কিছু নেই : হেফাজতে ইসলাম
আগামী বাজেটে দেশের এসএমই খাতের উন্নয়নে নীতি সহায়তা প্রয়োজন : মুসফিকুর রহমান
স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের বিরোধীতাকারীদের আস্ফালন মেনে নেওয়া হবে না : গণতন্ত্র মঞ্চ
বৃহস্পতিবার টোকিওতে বাংলাদেশ ও জাপানের মধ্যে ষষ্ঠ এফওসি বৈঠক অনুষ্ঠিত হবে
১০