গণঅভ্যুত্থানে আহত যশোরের এনামের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৪:৪৫
ছবি : বাসস

যশোর, ১৩ মে, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত যশোরের যুবক এনাম সিদ্দিকীর (৩০) চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ মঙ্গলবার দুপুরে দলটির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জেলার সদর উপজেলার এনায়েতপুরে এনাম সিদ্দিকীর বাড়িতে যান। নেতৃবৃন্দ তারেক রহমানের পক্ষ থেকে এনাম সিদ্দিকীর হাতে আর্থিক অনুদানের টাকা তুলে দেন। 

আহত এনাম সিদ্দিকী জানান, গত ৪ আগস্ট রাজধানীর উত্তরায় আন্দোলনে অংশ নেয়ার সময় পুলিশ তার মাথায় গুলি করে। বেশ কিছুদিন ঢাকায় চিকিৎসার পর আর্থিক সংকটের কারণে পরিবারের সদস্যরা তাকে যশোরে বাড়িতে নিয়ে আসেন। ডাক্তাররা বলেছেন, তিনি কখনোই পুরোপুরি সুস্থ হতে পারবেন না। এ অবস্থায় তারেক রহমান ও বিএনপি তার পাশে দাঁড়ানোয় তিনি খুশি হয়েছেন ও মনোবল ফিরে পেয়েছেন।

এ সময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে এনাম সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। এনামকে যশোর নিয়ে আসার পর জেলা বিএনপি তার অসুস্থতার বিষয়টি জানতে পারে। এরপর থেকে তার চিকিৎসার সব ব্যয় বিএনপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এখন থেকে তার চিকিৎসার দায়িত্ব তারেক রহমান নিয়েছেন। 

অমিত বলেন, এনাম কখনোই পুরোপুরি সুস্থ হতে পারবে না বলে ডাক্তাররা জানিয়ে দিয়েছেন। তার ছোট একটি মেয়ে, স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা আছে। তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে।  

আহত এনাম সিদ্দিকীর বাড়িতে বিএনপির দুই কেন্দ্রীয় নেতার সাথে জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, জেলা যুবদলের সভাপতি আনছারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগরসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
পুলিশের সাফল্যের প্রধান নিয়ামক হল জনসম্পৃক্ততা : ডিএমপি কমিশনার
বরেণ্য সংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
অবৈধ জাল ব্যবহারকারীরা দেশের শত্রু : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে ধরাশায়ী বাংলাদেশ
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
জনগণ রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব : ডা. শফিকুর রহমান
১০