ভোলা, ১৩ মে, ২০২৫ (বাসস) : ঘুর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে জেলায় আজ সকাল থেকে কয়েকদফা ঝড়োবৃষ্টি ও বজ্রপাত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টি ও বজ্রপাত হয়। এতে জেলার নিম্নাঞ্চল এলাকায় ফসলের উল্লেখযোগ্য ক্ষতির খবর মিলেছে।
নদী উত্তাল থাকায় মাছধরা নৌকা-ট্রলারগুলো তীরে ভিড়েছে। আবহাওয়া দপ্তর এতদাঞ্চলে ১ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে। উদ্ভূত পরিস্থিতিতে সকালে কিছু দূরপাল্লার লঞ্চ বিভিন্ন নৌ-রুটে ছেড়ে গেলেও বাকী লঞ্চগুলো আপাতত চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
জেলা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মনিরুজ্জামান বাসস'কে জানান, বিচ্ছিন্নভাবে থেমে থেমে দমকা ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হয়েছে। আরো হওয়ার সম্ভাবনা রয়েছে।
জেলা প্রশাসক মো. আজাদ জাহান বাসস'কে জানান, আবহাওয়াজনিত যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।