ডিবির অভিযানে আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজসহ গ্রেফতার ৯

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৫:৩০ আপডেট: : ১৩ মে ২০২৫, ১৬:০২

ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস) : রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের আরও নয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিংগাইর উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম (৫০), রমনা শাখা যুব মহিলা লীগ সভাপতি হেলেন আক্তার (৫৫), আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য সুমগ্ন করিম (৪০), ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাহমুদুল হাসান অঞ্জন (২৭), ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মো. সাজ্জাদ (৪১), ঢাকা মহানগর ১৩ নম্বর ওয়ার্ড শাখা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল (৪৪), ডেমরা থানা শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাওয়ানী ইউনিট শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মোজাম্মেল হক আকাশ (৩০), ঢাকা মহানগর যুবলীগ (উত্তর) এর শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শাহীন (৪০) এবং  ঢাকা মহানগর আনন্দবাজার ইউনিট আওয়ামী লীগের মো. মিন্টু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
বসনিয়ার নার্সিংহোমে আগুনে নিহত ১১, আহত ৩০
১০