রংপুরের গৃহবধূ হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৫:৫৮

রংপুর, ১৩ মে, ২০২৫ (বাসস) : জেলার গঙ্গাচড়া উপজেলার মৌভাষা বামনটারী গ্রামের গৃহবধূ সালেহা বেগমকে (৩৬) কুপিয়ে হত্যার দায়ের আসামি বুলবুলকে (৪৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড আদেশ দিয়েছে আদালত। 

জেলা সিনিয়র জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির আজ মঙ্গলবার দুপুরে এ রায় প্রদান করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায় গত ২০১৮ সালের ৯ মার্চ ভিকটিম সালেহা বেগমের ছেলে সাজু মিয়াকে তুচ্ছ ঘটনার জের ধরে আসামি বুলবুলের নেতৃত্বে অন্যান্য আসামিরা তাকে মারধর করতে থাকলে তার মা সালেহা বেগম ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে আসামিরা সালেহা বেগমকে কুপিয়ে হত্যা করে। 

এই ঘটনায় নিহত সালেহা বেগমের স্বামী মঞ্জুম আলী বাদী হয়ে গঙ্গাচড়া থানায় হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ সাত আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামি বুলবুলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অপর তিন আসামীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত।

এ ব্যাপারে মামলার বাদী পক্ষের আইনজীবী এ্যাড.  আফতাব উদ্দিন  ও আসামীপক্ষের আইনজীবী এ্যাড.আব্দুল হক প্রামানিক মামলা পরিচালনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি : প্রতিবাদে মানববন্ধন
সরকার পলিথিনের বিকল্প পাট ও কাপড়ের ব্যাগ তৈরির উদ্যোগ নিয়েছে : সৈয়দা রিজওয়ানা হাসান
শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক হতে হবে মানবিক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যেতে বাধা
বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ আছে : আমীর খসরু 
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ 
স্ত্রীসহ সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : প্রেস সচিব
জুলাই বিপ্লবে মাগুরায় শহীদ ও আহতদের মাঝে সঞ্চয়পত্র বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে মিথ্যা মামলায় ১৩ বছর পর বিএনপি-জামায়াতের ৬৪ নেতা-কর্মী খালাস
১০