পা দিয়ে লিখে হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে মেধা তালিকায় স্থান পেয়েছেন প্রতিবন্ধী মানিক

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৬:৩৭
হাবিপ্রবি ভর্তি পরীক্ষায় পা দিয়ে লিখে ‘বি’ ইউনিটে মেধা তালিকায় ১৯২তম স্থান অধিকার করেছেন কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার শারীরিক প্রতিবন্ধী মানিক রহমান। ছবি: বাসস

দিনাজপুর, ১৩ মে, ২০২৫ (বাসস): দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভর্তি পরীক্ষায় পা দিয়ে লিখে ‘বি’ ইউনিটে মেধা তালিকায় ১৯২তম স্থান অধিকার করেছেন কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার শারীরিক প্রতিবন্ধী মানিক রহমান।

হাবিপ্রবি'র জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন,ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর মানিকের এ সাফল্যের ধারাবাহিকতায় তার বাবা-মা, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীসহ সবাই আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

জানা যায়, মানিক রহমান গত ২০২২ সালে কুড়িগ্রামের ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। ২০২৪ সালে নীলফামারী জেলার সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। তার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে। তিনি ওষুধ ব্যবসায়ী মিজানুর রহমান ও সহকারী অধ্যাপক মরিয়ম বেগমের বড় ছেলে।

শুধু এসএসসি-এইচএসসিতে নয়, বাবা-মা ও শিক্ষকদের অনুপ্রেরণায় নিজের আত্মবিশ্বাস ও মনোবলকে কাজে লাগিয়ে পিইসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫সহ ট্যালেন্টপুলে বৃত্তি এবং জেএসসিতেও গোল্ডেন জিপিএ-৫ পেয়ে সবার মুখ উজ্জ্বল করেছেন মানিক। 

পারিবারিক সূত্রে জানা যায়, মানিক পা দিয়ে মোবাইল চালানো এবং কম্পিউটার টাইপিং এ যথেষ্ট পারদর্শীও। তাই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ভবিষ্যতে একজন দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন তার। কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের কারণে অবশেষে তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণের দ্বার উন্মোচিত হলো।

আজ মঙ্গলবার মানিকের বাবা মো. মিজানুর রহমান ও মা মরিয়ম বেগম বলেন, আমাদের দুই ছেলের মধ্যে মানিক বড়। ছোট ছেলে মাহীম নবম শ্রেণিতে পড়ে। মানিক জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। তার দু'টি হাত নেই, একটি পা অন্যটার চেয়ে অনেকাংশে খাটো, কিন্তু প্রতিবন্ধী হলেও আমরা তাকে প্রতিবন্ধী মনে করি না। হাত না থাকায় ছোট থেকেই আমরা তাকে পা দিয়ে লেখার অভ্যাস শিখিয়েছি। পা দিয়ে লিখলেও তার লেখা অনেক সুন্দর এবং পড়াশোনায় সে খুবই মনোযোগী।

মানিক বলেন, আমার দুটি হাত না থাকলেও আল্লাহর অশেষ রহমত, বাবা মা ও শিক্ষকদের দোয়া এবং অনুপ্রেরণায় আমি পিইসি থেকে এইচএসসি পর্যন্ত সব পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছি। এ বছর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা তালিকায় ১৯২ তম স্থান অধিকার করেছি। 

একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চান মানিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি : প্রতিবাদে মানববন্ধন
সরকার পলিথিনের বিকল্প পাট ও কাপড়ের ব্যাগ তৈরির উদ্যোগ নিয়েছে : সৈয়দা রিজওয়ানা হাসান
শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক হতে হবে মানবিক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যেতে বাধা
বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ আছে : আমীর খসরু 
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ 
স্ত্রীসহ সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : প্রেস সচিব
জুলাই বিপ্লবে মাগুরায় শহীদ ও আহতদের মাঝে সঞ্চয়পত্র বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে মিথ্যা মামলায় ১৩ বছর পর বিএনপি-জামায়াতের ৬৪ নেতা-কর্মী খালাস
১০