নেত্রকোনায় সন্তান হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদণ্ড 

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ২০:১০
ছবি : বাসস

নেত্রকোনা, ১৪ মে ২০২৫ (বাসস) : জেলায় আজ নিজের সন্তানকে হত্যার দায়ে মো. এরশাদ মিয়া (৩৬) নামের একব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।

আজ বুধবার বিকালে আসামির উপস্থিতিতে নেত্রকোনার জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় প্রদান করেন। 

দন্ডপ্রাপ্ত এরশাদ মিয়া নেত্রকোনা সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের (মোড়ল পাড়া) মো. আব্দুল জব্বার মুন্সির ছেলে।

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আবুল হাশেম এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন পুরবী কুন্ড।

আদালত সূত্রে জানা যায়, এরশাদ মিয়ার স্ত্রী আফরোজা আক্তার তাদের একমাত্র সন্তান সাখাওয়াত হোসেন আরাফকে (৮) নিয়ে আলাদা থাকতেন এবং কান্দুলিয়া এলাকায় মামার বাড়িতে সেলাই মেশিনের কাজ করতেন। স্বামী এরশাদ মিয়ার সাথে ২০২০ সালের ১০ নভেম্বর আফরোজা আক্তারের বিবাহ বিচ্ছেদ হয়। ক্ষুব্ধ এরশাদ মিয়া ২০২১ সালের ১৬ জানুয়ারী তার সাবেক স্ত্রী আফরোজার বাড়িতে গিয়ে দরজা আটকিয়ে ছেলে সাখাওয়াত হোসেন আরাফকে হত্যা করে। সেইসাথে এরশাদ মিয়া নিজেও গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। একপর্যায়ে খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে এরশাদ মিয়াকে আটক করে এবং ছেলে আরাফের মরদেহ উদ্ধার করে।এ ঘটনায় সাখাওয়াত হোসেন আরাফের মা আফরোজা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে ওই বছরের ১৫ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে। 

এ মামলায় মোট ১৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ এবং বিচারিক প্রক্রিয়া শেষে নিজ সন্তান সাখাওয়াত হোসেন আরাফকে হত্যার দায়ে পিতা এরশাদ মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছে নেত্রকেনার জেলা ও দায়রা জজ আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের মৌলিক উপকরণ করতে চাই: ফয়েজ আহমদ তৈয়্যব
জিম্মিমুক্তি আলোচনার মাঝেই গাজায় ইসরাইলি হামলায় নিহত ৮০
ন্যায় বিচার প্রাপ্তিতে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
ট্রাম্পের শুল্কনীতি মূল্যস্ফীতিতে বিরূপ প্রভাব ফেলবে: ফেড কর্মকর্তার সতর্কতা
ঢাবি ছাত্র সাম্য-আবু বকর খুনের ঘটনায় বিচারিক তদন্ত ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ
জুলাই গণঅভ্যুত্থান: জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক দলিল ঘোষণায় হাইকোর্টের রুল
ই-জিপি’র ১০০ শতাংশ কাভারেজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: পরিকল্পনা উপদেষ্টা
গাজা সিটির একটি এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর
মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের চিন্তা ইইউ, জাপান, ভারতের
জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ২য় সভা অনুষ্ঠিত
১০