নেত্রকোনায় সন্তান হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদণ্ড 

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ২০:১০
ছবি : বাসস

নেত্রকোনা, ১৪ মে ২০২৫ (বাসস) : জেলায় আজ নিজের সন্তানকে হত্যার দায়ে মো. এরশাদ মিয়া (৩৬) নামের একব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।

আজ বুধবার বিকালে আসামির উপস্থিতিতে নেত্রকোনার জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় প্রদান করেন। 

দন্ডপ্রাপ্ত এরশাদ মিয়া নেত্রকোনা সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের (মোড়ল পাড়া) মো. আব্দুল জব্বার মুন্সির ছেলে।

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আবুল হাশেম এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন পুরবী কুন্ড।

আদালত সূত্রে জানা যায়, এরশাদ মিয়ার স্ত্রী আফরোজা আক্তার তাদের একমাত্র সন্তান সাখাওয়াত হোসেন আরাফকে (৮) নিয়ে আলাদা থাকতেন এবং কান্দুলিয়া এলাকায় মামার বাড়িতে সেলাই মেশিনের কাজ করতেন। স্বামী এরশাদ মিয়ার সাথে ২০২০ সালের ১০ নভেম্বর আফরোজা আক্তারের বিবাহ বিচ্ছেদ হয়। ক্ষুব্ধ এরশাদ মিয়া ২০২১ সালের ১৬ জানুয়ারী তার সাবেক স্ত্রী আফরোজার বাড়িতে গিয়ে দরজা আটকিয়ে ছেলে সাখাওয়াত হোসেন আরাফকে হত্যা করে। সেইসাথে এরশাদ মিয়া নিজেও গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। একপর্যায়ে খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে এরশাদ মিয়াকে আটক করে এবং ছেলে আরাফের মরদেহ উদ্ধার করে।এ ঘটনায় সাখাওয়াত হোসেন আরাফের মা আফরোজা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে ওই বছরের ১৫ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে। 

এ মামলায় মোট ১৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ এবং বিচারিক প্রক্রিয়া শেষে নিজ সন্তান সাখাওয়াত হোসেন আরাফকে হত্যার দায়ে পিতা এরশাদ মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছে নেত্রকেনার জেলা ও দায়রা জজ আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান
পিএসসি’র নতুন তিন সদস্যকে শপথ গ্রহণ
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 
সরকার এনএইচআরসি আইন, ২০০৯ সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ : আইন উপদেষ্টা
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন 
খুবিতে দুই গ্রুপের উত্তেজনায় ক্লাস পরীক্ষা বন্ধ
১০