নেত্রকোনায় সন্তান হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদণ্ড 

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ২০:১০
ছবি : বাসস

নেত্রকোনা, ১৪ মে ২০২৫ (বাসস) : জেলায় আজ নিজের সন্তানকে হত্যার দায়ে মো. এরশাদ মিয়া (৩৬) নামের একব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।

আজ বুধবার বিকালে আসামির উপস্থিতিতে নেত্রকোনার জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় প্রদান করেন। 

দন্ডপ্রাপ্ত এরশাদ মিয়া নেত্রকোনা সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের (মোড়ল পাড়া) মো. আব্দুল জব্বার মুন্সির ছেলে।

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আবুল হাশেম এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন পুরবী কুন্ড।

আদালত সূত্রে জানা যায়, এরশাদ মিয়ার স্ত্রী আফরোজা আক্তার তাদের একমাত্র সন্তান সাখাওয়াত হোসেন আরাফকে (৮) নিয়ে আলাদা থাকতেন এবং কান্দুলিয়া এলাকায় মামার বাড়িতে সেলাই মেশিনের কাজ করতেন। স্বামী এরশাদ মিয়ার সাথে ২০২০ সালের ১০ নভেম্বর আফরোজা আক্তারের বিবাহ বিচ্ছেদ হয়। ক্ষুব্ধ এরশাদ মিয়া ২০২১ সালের ১৬ জানুয়ারী তার সাবেক স্ত্রী আফরোজার বাড়িতে গিয়ে দরজা আটকিয়ে ছেলে সাখাওয়াত হোসেন আরাফকে হত্যা করে। সেইসাথে এরশাদ মিয়া নিজেও গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। একপর্যায়ে খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে এরশাদ মিয়াকে আটক করে এবং ছেলে আরাফের মরদেহ উদ্ধার করে।এ ঘটনায় সাখাওয়াত হোসেন আরাফের মা আফরোজা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে ওই বছরের ১৫ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে। 

এ মামলায় মোট ১৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ এবং বিচারিক প্রক্রিয়া শেষে নিজ সন্তান সাখাওয়াত হোসেন আরাফকে হত্যার দায়ে পিতা এরশাদ মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছে নেত্রকেনার জেলা ও দায়রা জজ আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুদ্ধবিরতি গাজাবাসীর জন্য স্বস্তির, তবে স্বাধীন ফিলিস্তিনের বিকল্প নয় : ইসলামী আন্দোলন
ডেঙ্গু আক্রান্ত ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১
এনসিপি শাপলা প্রতীক পাবে, আমরা আশাবাদী : নাসির উদ্দিন পাটোয়ারী 
বাংলাদেশে বিনিয়োগের জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময় : বিডা
চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেলেন ৭ ব্যবসায়ী
২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩.৬৯ শতাংশ
জাপানের অর্থায়নে বৃত্তিপ্রাপ্তদের সম্মেলন : অংশীদারিত্ব ও জ্ঞান বিনিময়ে এডিবির উদ্যোগ
কয়েক দশকের মধ্যে রূপার দাম সর্বোচ্চ, প্রতি আউন্স ৫০ ডলারের ওপরে
নাটোরে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড 
আজারবাইজানি বিমান দুর্ঘটনায় রাশিয়ার ভূমিকা স্বীকার করলেন পুতিন
১০