নীলফামারী জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ২০:৫১
নীলফামারী জেনারেল হাসপাতালে দুদকের অভিযান। ছবি: বাসস

নীলফামারী, ১৪ মে ২০২৫ (বাসস) : জেলায় আজ নীলফামারী জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে দুদক-এর চার সদস্যের একটি অভিযানিক দল। 

এসময় হাসপাতালের ওষুধ সরবরাহ, সেবার মান, জনবল নিয়োগসহ বিভিন্ন দিক যাচাই, তথ্য উপাত্ত সংগ্রহ ও অসাম্যঞ্জস্যপূর্ণ বিভিন্ন দিক খতিয়ে দেখা হয় বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে। 

অভিযানে নেতৃত্ব দেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, রংপুর- এর সহকারী পরিচালক বেলাল হোসেন। 

এ সময় দুদকের সহকারী পরিচালক মঞ্জুরুল হক ও উপ-সহকারী পরিচালক জয়ন্ত সাহা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে দুদক-এর সহকারী পরিচালক বেলাল হোসেন জানান, হাসপাতালের সেবার মান, ঔষধ সরবরাহ, জনবল নিয়োগসহ বিভিন্ন বিষয়ের উপর তথ্য উপাত্ত যাচাই করা হয়।এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু-আল হাজ্জাজ, সহকারী পরিচালক ডা. আব্দুল্লাহ হেল মাফি- সহ হাসপাতালের নার্স ও ভাণ্ডার রক্ষকের সঙ্গে কথা হয়েছে। এসব তথ্য লিপিবদ্ধ করা হয়েছে, যা কমিশনে পাঠানো হবে। কমিশন তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেবে।

এ বিষয়ে নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজ বলেন, ওষুধসহ কয়েকটি বিষয় দুদক টিম পর্যালোচনা করেছে। আমরা ওই টিমকে সর্বাত্মক সহযোগিতা করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের মৌলিক উপকরণ করতে চাই: ফয়েজ আহমদ তৈয়্যব
জিম্মিমুক্তি আলোচনার মাঝেই গাজায় ইসরাইলি হামলায় নিহত ৮০
ন্যায় বিচার প্রাপ্তিতে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
ট্রাম্পের শুল্কনীতি মূল্যস্ফীতিতে বিরূপ প্রভাব ফেলবে: ফেড কর্মকর্তার সতর্কতা
ঢাবি ছাত্র সাম্য-আবু বকর খুনের ঘটনায় বিচারিক তদন্ত ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ
জুলাই গণঅভ্যুত্থান: জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক দলিল ঘোষণায় হাইকোর্টের রুল
ই-জিপি’র ১০০ শতাংশ কাভারেজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: পরিকল্পনা উপদেষ্টা
গাজা সিটির একটি এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর
মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের চিন্তা ইইউ, জাপান, ভারতের
জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ২য় সভা অনুষ্ঠিত
১০