নীলফামারী জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ২০:৫১
নীলফামারী জেনারেল হাসপাতালে দুদকের অভিযান। ছবি: বাসস

নীলফামারী, ১৪ মে ২০২৫ (বাসস) : জেলায় আজ নীলফামারী জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে দুদক-এর চার সদস্যের একটি অভিযানিক দল। 

এসময় হাসপাতালের ওষুধ সরবরাহ, সেবার মান, জনবল নিয়োগসহ বিভিন্ন দিক যাচাই, তথ্য উপাত্ত সংগ্রহ ও অসাম্যঞ্জস্যপূর্ণ বিভিন্ন দিক খতিয়ে দেখা হয় বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে। 

অভিযানে নেতৃত্ব দেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, রংপুর- এর সহকারী পরিচালক বেলাল হোসেন। 

এ সময় দুদকের সহকারী পরিচালক মঞ্জুরুল হক ও উপ-সহকারী পরিচালক জয়ন্ত সাহা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে দুদক-এর সহকারী পরিচালক বেলাল হোসেন জানান, হাসপাতালের সেবার মান, ঔষধ সরবরাহ, জনবল নিয়োগসহ বিভিন্ন বিষয়ের উপর তথ্য উপাত্ত যাচাই করা হয়।এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু-আল হাজ্জাজ, সহকারী পরিচালক ডা. আব্দুল্লাহ হেল মাফি- সহ হাসপাতালের নার্স ও ভাণ্ডার রক্ষকের সঙ্গে কথা হয়েছে। এসব তথ্য লিপিবদ্ধ করা হয়েছে, যা কমিশনে পাঠানো হবে। কমিশন তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেবে।

এ বিষয়ে নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজ বলেন, ওষুধসহ কয়েকটি বিষয় দুদক টিম পর্যালোচনা করেছে। আমরা ওই টিমকে সর্বাত্মক সহযোগিতা করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুদ্ধবিরতি গাজাবাসীর জন্য স্বস্তির, তবে স্বাধীন ফিলিস্তিনের বিকল্প নয় : ইসলামী আন্দোলন
ডেঙ্গু আক্রান্ত ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১
এনসিপি শাপলা প্রতীক পাবে, আমরা আশাবাদী : নাসির উদ্দিন পাটোয়ারী 
বাংলাদেশে বিনিয়োগের জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময় : বিডা
চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেলেন ৭ ব্যবসায়ী
২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩.৬৯ শতাংশ
জাপানের অর্থায়নে বৃত্তিপ্রাপ্তদের সম্মেলন : অংশীদারিত্ব ও জ্ঞান বিনিময়ে এডিবির উদ্যোগ
কয়েক দশকের মধ্যে রূপার দাম সর্বোচ্চ, প্রতি আউন্স ৫০ ডলারের ওপরে
নাটোরে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড 
আজারবাইজানি বিমান দুর্ঘটনায় রাশিয়ার ভূমিকা স্বীকার করলেন পুতিন
১০