নীলফামারী জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ২০:৫১
নীলফামারী জেনারেল হাসপাতালে দুদকের অভিযান। ছবি: বাসস

নীলফামারী, ১৪ মে ২০২৫ (বাসস) : জেলায় আজ নীলফামারী জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে দুদক-এর চার সদস্যের একটি অভিযানিক দল। 

এসময় হাসপাতালের ওষুধ সরবরাহ, সেবার মান, জনবল নিয়োগসহ বিভিন্ন দিক যাচাই, তথ্য উপাত্ত সংগ্রহ ও অসাম্যঞ্জস্যপূর্ণ বিভিন্ন দিক খতিয়ে দেখা হয় বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে। 

অভিযানে নেতৃত্ব দেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, রংপুর- এর সহকারী পরিচালক বেলাল হোসেন। 

এ সময় দুদকের সহকারী পরিচালক মঞ্জুরুল হক ও উপ-সহকারী পরিচালক জয়ন্ত সাহা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে দুদক-এর সহকারী পরিচালক বেলাল হোসেন জানান, হাসপাতালের সেবার মান, ঔষধ সরবরাহ, জনবল নিয়োগসহ বিভিন্ন বিষয়ের উপর তথ্য উপাত্ত যাচাই করা হয়।এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু-আল হাজ্জাজ, সহকারী পরিচালক ডা. আব্দুল্লাহ হেল মাফি- সহ হাসপাতালের নার্স ও ভাণ্ডার রক্ষকের সঙ্গে কথা হয়েছে। এসব তথ্য লিপিবদ্ধ করা হয়েছে, যা কমিশনে পাঠানো হবে। কমিশন তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেবে।

এ বিষয়ে নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজ বলেন, ওষুধসহ কয়েকটি বিষয় দুদক টিম পর্যালোচনা করেছে। আমরা ওই টিমকে সর্বাত্মক সহযোগিতা করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে ধরাশায়ী বাংলাদেশ
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
জনগণ রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব : ডা. শফিকুর রহমান
লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার নিন্দা জানালো সরকার
বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন
সরকার উৎখাতের ষড়যন্ত্র : বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কারাগারে
আউট সোর্সিং নীতিমালা-২০২৫ মেনে চলার আহ্বান কর্মচারী ঐক্য পরিষদের
অসহিষ্ণুতা কাটিয়ে মনুষ্যত্ব অর্জনই হোক আমাদের অঙ্গীকার : তারেক রহমান
জাকের-শামীমের ব্যাটিংয়ে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩৯ রান
১০