নড়াইলে হত্যা মামলায় নারীসহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ২১:২৫

নড়াইল, ১৪ মে, ২০২৫ (বাসস):  নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামে জমি নিয়ে বিরোধে মুসা খন্দকারকে হত্যার দায়ে এক নারীসহ ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারক। 

আজ বুধবার নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক এলিনা আক্তার এ দণ্ডাদেশ দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৩মাসের কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামের শাম খন্দকারের ছেলে জাফর খন্দকার, আলেক মোল্যার ছেলে আকরাম মোল্যা ও বাহার উদ্দীনের স্ত্রী লাইচ বেগম ওরফে লাইছন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১১ সালের ২৪ এপ্রিল আসামিরা পরস্পর যোগসাজশে তাদের প্রতিবেশী মুসা খন্দকারকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় উল্লিখিত ৩ আসামির বিরুদ্ধে নিহতের বড় ভাই মো. বিল্লাল খন্দকার বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় স্বাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের মৌলিক উপকরণ করতে চাই: ফয়েজ আহমদ তৈয়্যব
জিম্মিমুক্তি আলোচনার মাঝেই গাজায় ইসরাইলি হামলায় নিহত ৮০
ন্যায় বিচার প্রাপ্তিতে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
ট্রাম্পের শুল্কনীতি মূল্যস্ফীতিতে বিরূপ প্রভাব ফেলবে: ফেড কর্মকর্তার সতর্কতা
ঢাবি ছাত্র সাম্য-আবু বকর খুনের ঘটনায় বিচারিক তদন্ত ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ
জুলাই গণঅভ্যুত্থান: জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক দলিল ঘোষণায় হাইকোর্টের রুল
ই-জিপি’র ১০০ শতাংশ কাভারেজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: পরিকল্পনা উপদেষ্টা
গাজা সিটির একটি এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর
মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের চিন্তা ইইউ, জাপান, ভারতের
জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ২য় সভা অনুষ্ঠিত
১০